ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ১৭ অগ্রহায়ণ ১৪৩১
সাতকানিয়ার আমিলাইষে মাদক ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন
রমজান আলী,সাতকানিয়া
প্রকাশ: Saturday, 1 June, 2024, 6:55 PM

সাতকানিয়ার আমিলাইষে মাদক ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

সাতকানিয়ার আমিলাইষে মাদক ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এক পিকআপ চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মাদক ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমিলাইষ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

শনিবার (১ জুন) উপজেলার আমিলাইষ ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমিলাইষ ইউনিয়ন একটি শান্তশিষ্ট এলাকা। কিন্তু কিছু দুঃষ্কৃতি ও সন্ত্রাসী দলের নাম ভাঙিয়ে এলাকায় কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।  আমরা তাদেরকে গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই। পাশাপাশি এলাকায় তাদের বিরদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন আমিলাইষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, আমিলাইষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ আজিজুল্লাহ (লিমন), আমিলাইষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক আলমগীর সাদেক, সহ:সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আমিলাইষ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হারুন, ইউপি সদস্য বিপ্লব চক্রবর্তী, লোকমান হাকিম, নেজাম উদ্দিন, নুরুল ইসলাম, কাউসার উদ্দীন, আরাফাত হোসেনসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

উল্লেখ্য, গত দুইদিন আগে আমিলাইষ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শাহপারওয়াল বাড়িতে চোর সন্দেহে ছদাহা ইউনিয়নের এক পিকআপকে চালককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কিশোর গ্যাং ও সন্ত্রাসীরা।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status