দেশে নেই বেনজীর, বিক্রি করে গেছেন যা কিছু
নতুন সময় প্রতিনিধি
|
জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবার। তাদের ৩৩টি অ্যাকাউন্টে থাকা অধিকাংশ অর্থই উঠিয়ে নেয়া হয়েছে বলে ধারণা দুদক অনুসন্ধান টিমের। শুধু তাই নয় ঢাকায় একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট বিক্রির তথ্যও পাওয়া গেছে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |