ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
দিনাজপুরে কালবৈশাখীর তাণ্ডবে অসহায় সাধারন মানুষ
খাঁন মোঃ আঃ মজিদ
প্রকাশ: Thursday, 30 May, 2024, 6:11 PM

দিনাজপুরে কালবৈশাখীর তাণ্ডবে অসহায় সাধারন মানুষ

দিনাজপুরে কালবৈশাখীর তাণ্ডবে অসহায় সাধারন মানুষ

দিনাজপুরে কালবৈশাখীর তাণ্ডবে উড়ে গেছে টিনের চালা, ছিঁড়ে গেছে বিদ্যুতের তার ও ভেঙে পড়েছে গাছপালা

দিনাজপুরে কালবৈশাখীর তাণ্ডবে উড়ে গেছে টিনের চালা, ছিঁড়ে গেছে বিদ্যুতের তার ও ভেঙে পড়েছে গাছপালা। গত বুধবার (২৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দিনাজপুর। যা চলতে থাকে রাত ৩টা পর্যন্ত।

এতে কয়েকটি এলাকার বেশ কিছু ঘরবাড়ির ক্ষতি হয়েছে। রাস্তার দুই ধারের গাছ ভেঙে পড়ায় দিনাজপুর-রংপুর মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভোররাতে সেগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ফায়ার সার্ভিসের কর্মীরা।


দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, 'রাতে আঘাত হানা কালবৈশাখী ঝড়টি তীব্র গতি নিয়ে প্রায় ৫ মিনিটের মতো স্থায়ী ছিল। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫-৬০ কিলোমিটার। পাশাপাশি প্রায় ৩০ সেকেন্ডের মতো শিলাবৃষ্টি হয়। মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ দশমিক ২ মিলিমিটার।'


রাত ৩টার পর দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা দেন জেলা প্রশাসক।

তিনি বলেন, 'ঝড়ের জন্য যাদের ক্ষতি হয়েছে তাদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status