শ্রীবরদী উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
মোঃ খোকন মিয়া,শেরপুর
|
শেরপুর শ্রীবরদী উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে শ্রীবরদী উপজেলা দুর্নীতি দমন কমিশন,আয়োজনে সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর। সহযোগিতায়: দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান উপপরিচালক জামালপুর সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেক জাবেল উপস্থিত ছিলেন শ্রীবরদী দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম বকুল এসময় প্রধান অতিথির বক্তব্য বলেনদেশের অর্থনীতি এখন অনেক অন্তর্ভুক্তিমূলক। তাই অভাবের কারণে খুব বেশি দুর্নীতি হয় না। বরং দুর্নীতি যা হচ্ছে, তা অতি লোভের কারণেই।’ এমনটাই মনে করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি বলেছেন, কমিশন সমাজের প্রতিটি স্তর থেকেই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চায়। আজ বৃহস্পতিবার শ্রীবরদী মথুরানাথ বিনোদিনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হল রুম বিতার্কিকদের নিয়ে ‘দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় বিতার্কিকেরা যুক্তি ও প্রতিযুক্তির নান্দনিকতার মাধ্যমে সত্যকে উপস্থাপন করেন। এসময় সভাপতির বক্তব্য বলেন দুর্নীতি প্রতিরোধ করে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে চাই।’ তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা গ্রেড কিংবা জিপিএ-৫-এর দিকে ছুটছে। অনেক ক্ষেত্রেই তারা নিজ সক্ষমতা অর্জনের চেষ্টা করছে না। তাই অনেক সময় চাকরির জন্য যোগ্য প্রার্থী পাওয়া যায় না। একজন সক্ষম তরুণের জন্য শুধু দেশে নয়, বিদেশেও চাকরির দ্বার খোলা রয়েছে। তিনি শিক্ষার্থীদের গ্রেড কিংবা জিপিএ-৫-এর পেছনে না ছুটে জ্ঞান আহরণের মাধ্যমে সক্ষমতা অর্জনের আহ্বান জানা |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |