ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
যে কারণে স্ত্রী-সন্তানদের বাংলাদেশে নিয়ে এসেছেন রাজা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 May, 2024, 11:28 AM

যে কারণে স্ত্রী-সন্তানদের বাংলাদেশে নিয়ে এসেছেন রাজা

যে কারণে স্ত্রী-সন্তানদের বাংলাদেশে নিয়ে এসেছেন রাজা

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। তার আগে আজ সংবাদ সম্মেলনে হাজির হন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। এসেই কথায় কথায় বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন জিম্বাবুয়ের এই তারকা। জানালেন, বাংলাদেশের জন্য আলাদা একটা জায়গা আছে তার হৃদয়ে। সংবাদ সম্মেলনে সেসবই তুলে ধরলেন তার কথার ফুলঝুরিতে।

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাংলাদেশে অনেকবারই এসেছেন রাজা। এবারের আসাটা তার ভিন্ন। কেন জানি জিম্বাবুয়ের অধিনায়কের মনে হচ্ছে হয়ত এবার শেষবার এলেন। তার সঙ্গে নিয়ে এসেছেন স্ত্রী ও দুই সন্তানকে। বাংলাদেশে যে ভালোবাসা পেয়ে এসেছেন পরিবারকে তা দেখাতে চান তিনি। এই দেশ থেকে নানাভাবে সমৃদ্ধ হওয়ায় কৃতজ্ঞতাও জানালেন রাজা, ‘আমি বাংলাদেশে প্রায়ই আসি। জানি না ভবিষ্যতে কী হবে। যদি শেষবারের মতোও এসে থাকি, আমি চাই আমার স্ত্রী, মেয়ে, ছেলে তারা বাংলাদেশের ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা পাক।’

২০১৩ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু রাজার। এছাড়া বাংলাদেশে এসে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে তার। যতবারই এসেছেন, বাংলাদেশের অতিথিপরায়ণতায় মুগ্ধ জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। রাজা বলেন, ‘আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশে, যেটা ঢাকা প্রিমিয়ার লিগ। দ্বিতীয়টাও বাংলাদেশে, যেটা বিপিএল। আমার আন্তর্জাতিক অভিষেক বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ জিম্বাবুয়ের খুব ভালো বন্ধু। আমরা আপনাদের আতিথেয়তা দেই, আপনারাও দেন নিয়মিত।’

ঘরের মাঠে বাংলাদেশ অন্যতম বড় প্রতিপক্ষ, তা যেকোনো দলের জন্যেই। সিকান্দার রাজাও তাই আসন্ন সিরিজ নিয়ে প্রেডিকশন করতে চাইলেন না। রাজা বলেন, ‘ভবিষ্যতে যা করতে পারব না তা আমি প্রেডিক্ট করব না। তবে আমি দোয়া করি এবং আশা করি, সিরিজটা সহজ হবে না। সঠিক মাইন্ডসেট নিয়ে, খুব ভালো প্রস্তুতি নিয়ে আমরা এই সিরিজ খেলতে এসেছি। আমরা জয়ের জন্যই বাংলাদেশে এসেছি। আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি বলি ৩-০, ৪-০, ৫-০ ব্যবধানে জিতব, ব্যাপারটা বাংলাদেশের প্রতি অসম্মান করা হবে। আবার যদি বলি বাংলাদেশ জিতবে, তাহলে এটা আমার দলকে অসম্মান করা হয়। আমার মনে হয় তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। বাংলাদেশের সামনে বিশ্বকাপ আছে, অনেক পরীক্ষা-নিরীক্ষার ব্যাপার আছে। ইনশাআল্লাহ, দুই দলের জন্যই ভালো সিরিজ হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status