
চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ ০১ জন গ্রেফতার
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা সহ মোঃ ইকবাল হোসেন (৩০), নামে ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, (বৃহস্পতিবার) ১৬/০৫/২০২৪ খ্রিঃ সকাল ০৬.১৫ ঘটিকার সময় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই, মোঃ জসিম উদ্দিন দেওয়ান এএসআই, মোঃ সুলেমান ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, পরোয়ানা তামিল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পাইয়া চৌদ্দগ্রাম থানাধীন ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি এলাকার ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের পূর্ব পাশে জনৈক রফিক মিস্ত্রির বাড়ি সংলগ্ন (পূর্ব পাশে) গাছ বাগানের ভিতর প্লাস্টিকের বস্তাবর্তী ৫০ কেজি গাঁজা সহ আসামী মোঃ ইকবাল হোসেন (৩০), পিতা-মৃত আবুল বাশার, মাতা-নুরজাহান বেগম, সাং-গোলাবাড়িয়া, আনছার মৌলভীর বাড়ি, ০৯নং ওয়ার্ড, দক্ষিণ সিদলাই ইউনিয়ন, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকানা-সাং-বাবুর্চি (হক মিয়ার বাড়ির ভাড়াটিয়া), ঘোলপাশা ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।