মক্কার মসজিদুল হারামে ৪ হাজার মুসল্লি গ্রেফতার
নতুন সময় ডেস্ক
|
পবিত্র রমজান মাসে মক্কা নগরীর মসজিদুল হারাম থেকে অন্তত ৪ হাজার মুসল্লি গ্রেফতার করা হয়েছে। মসজিদের মধ্যে অসদাচরণের কারণে তাদের গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মসজিদ বিষয়ক কর্তৃপক্ষ বলেছে, মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও নিরাপত্তার সাথে মসজিদুল হারামে ইবাদত করতে পারেন সেটা নিশ্চিতে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে ৪ হাজার মুসল্লিকে গ্রেফতার করা হয়েছে। পবিত্র রমজানে মসজিদুল হারামে মুসল্লিদের ভিড় বৃদ্ধি পেয়েছে। ফলে ভিড় কমানোর জন্য মুসল্লিদের কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ভিড় কমাতে মন্ত্রণালয় মুসল্লিদের মসজিদের পরিবর্তে হোটেলের নামাজ কক্ষে ইবাদত করতে পরামর্শ দিয়েছে। বিশেষ করে পবিত্র রমাজন মাসের শেষ দশ দিনে। এই সময় ভিড় আরও বৃদ্ধি পায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওমরাহ করানোর ভুয়া প্রস্তাব দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ৩৫টি প্রতিষ্ঠানকে শনাক্ত করে সেগুলো বন্ধ করে দিয়েছে সৌদি সরকার।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |