ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩ ফাল্গুন ১৪৩১
একদিন পানিপুরি বিক্রি করেছেন, সে শহরেই কিনলেন ৭ কোটি টাকার ফ্ল্যাট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 22 February, 2024, 1:21 PM

একদিন পানিপুরি বিক্রি করেছেন, সে শহরেই কিনলেন ৭ কোটি টাকার ফ্ল্যাট

একদিন পানিপুরি বিক্রি করেছেন, সে শহরেই কিনলেন ৭ কোটি টাকার ফ্ল্যাট

যশস্বী জয়সোয়ালের গল্পটা এখন সবার জানা। ১০ বছর বয়সে বাড়ি ছেড়েছেন ক্রিকেটার হবে বলে। বাবা-মায়ের অনুমতি নিয়েই হাজির হয়েছিলেন মুম্বাইয়ে।

এত বড় এক শহরে এত ছোট একটা মানুষকে টিকে থাকতে হয়েছিল বহু কষ্ট শিকার করে। আজাদ ময়দানে এক ক্লাবের তাবুতে থেকে, মাঝে মাঝে পানিপুরি বিক্রি করে বনেছেন ক্রিকেটার। সেই যশস্বী জয়সোয়াল এখন ভারতের হয়ে সব ফরম্যাটেই ভরসার নাম হয়ে উঠেছেন। ২২ বছর বয়সী ক্রিকেটার এখন মুম্বাইয়ে ৫ কোটি ৩৪ লাখ রুপি (প্রায় ৭ কোটি ১০ লাখ টাকা) দিয়ে কিনেছেন ফ্ল্যাট।

উত্তর প্রদেশে বাদোহিতে জন্ম নেওয়া জয়সোয়াল শুরুতেই বুঝে গিয়েছিলেন, নিজ এলাকায় থাকলে স্বপ্ন পূরণ হবে না। ১৪০০ কিলোমিটার দূরের মুম্বাই শহরে হাজির হয়েছিলেন। ছোট এক দোকান চালিয়ে তাঁর বাবার পক্ষে সম্ভব ছিল না ছেলের খরচ চালানো। 


প্রথমে একটি ডেইরি শপে থাকার সুযোগ মিলেছিল, কিন্তু অনুশীলন করে ক্লান্ত ১০ বছরের জয়সোয়াল দোকানে সাহায্য করতে পারত না বলে বের করে দেওয়া হয়। মুসলিম ইউনাইটেড ক্লাবের মালিকদের অনুরোধ করে তাদের মাঠের এক তাবুতে থাকার ব্যবস্থা হয়েছিল।

মাঠকর্মীদের সঙ্গে তাবুতে থাকতেন, রুটি বানাতেন। রাতে পয়:নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় ভুগতেন। বাবা মাঝে মাঝে টাকা পাথাতেন বটে, কিন্তু টিকে থাকতে খ্যাপ খেলতে হতো জয়সোয়ালকে। তাতেও খালি পেটে থাকতে হতো মাঝে মাঝে। তখন আজাদ ময়দানের পানিপুরি  ও ফল বিক্রেতাদের সাহায্য করে ২০-২৫ রুপি আয় করতেন। আর আশা করতেন, খেলার সঙ্গীরা যেন কখনো ওই দোকানগুলোতে না আসে।

সেই জয়সোয়াল ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার হয়ে লাইমলাইটে আসেন। আইপিএলে ডাক পেয়েছেন রাজস্থান রয়্যালসে। এবং সে পথ ধরে জাতীয় দলেও অভিষেক হয়ে গেছে। প্রথমে শুধু টি-টোয়েন্টির চিন্তায় থাকলেও এখন টেস্ট দলেও ঢুকে পড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করে এলিট ব্যাটসম্যানদের তালিকায় ঢুকে পড়েছেন।

জীবনটাই বদলে গেছে জয়সোয়ালের। আজাদ ময়দানে তিন বছর তাবুতে মাটিতে শুয়ে রাত কাটানো বাঁহাতি ওপেনার বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ৫ কোটি ৩৮ লাখ রুপির একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। নির্মাণাধীন সে ফ্ল্যাটের আয়তন ১১০০ বর্গফুট। হিন্দুস্থান টাইমসে প্রতিবেদনে বলা হয়েছে গত ৬ জানুয়ারি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যে দামে রেজিস্ট্রি করা হয়েছে, তা অনুযায়ী প্রতি বর্গ ফুটের মূল্য পড়েছে ৪৮ হাজার রুপি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status