ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৫ মাঘ ১৪৩১
বিপিএল ছাড়ছেন বাবর-রিজওয়ান, আসছেন যারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 6 February, 2024, 1:24 PM

বিপিএল ছাড়ছেন বাবর-রিজওয়ান, আসছেন যারা

বিপিএল ছাড়ছেন বাবর-রিজওয়ান, আসছেন যারা

বরাবরের মত এবারও পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নির্ভরশীল বিপিএল। কারণ বিপিএল টুর্নামেন্ট চলাকালীন বিশ্বব্যাপী চলছে আরও দুটি ফ্রাঞ্চাইজি লিগ। এতে মানসম্পন্ন বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে সমস্যা হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার এসএ টি২০ আর আরব আমিরাতের আইএল টি২০ লিগ আন্তর্জাতিক মানের হওয়ায় তারকা ক্রিকেটারদের ভিড় সেদিকে। সম্মানীর দিক থেকেও ওই দুই লিগ ক্রিকেটারদের কাছে পছন্দের। বিপিএল সে তুলনায় কিছুটা পিছিয়ে। 

এদিকে ১৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। স্বাভাবিকভাবেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ ও আমির জামালসহ বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারকেই দেশে ফিরে যেতে হবে। পিসিবির চুক্তিতে থাকা ক্রিকেটারদের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ছাড়পত্র আছে। কেউ কেউ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে পারবেন। তবে বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে অনেক পাকিস্তানি ক্রিকেটার চেষ্টা করছেন ছাড়পত্রের মেয়াদ বাড়াতে।

রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইগার্সের পাকিস্তানিরা ফিরে গেলে বিদেশি খেলোয়াড় নিয়ে চাপে পড়ে যেতে পারে। যদিও এই ফ্র্যাঞ্চাইজিগুলো উঠেপড়ে লেগেছে বিদেশি ক্রিকেটারের খোঁজে। এসএ টি২০ এর লিগ পর্ব থেকে বাদ পড়া দলের খেলোয়াড়দের পেতে চেষ্টা করছে তারা। রংপুরের বাবর আজম চলে যাচ্ছেন। তার স্বদেশী মোহাম্মদ রিজওয়ানও চলে যাচ্ছেন। আজমতউল্লাহ উমরজাই ও মোহাম্মদ নবি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে কলম্বো যাবেন। তাদের শূন্যস্থান পূরণ করতে নিকোলাস পুরান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইমরান তাহিরকে পেতে চেষ্টা করছে দলটি। তবে ভ্যান্ডার ডুসেন যোগ দেবেন ৭ ফেব্রুয়ারি। 

বরিশালের মোহাম্মদ ইমরান, আব্বাস আফ্রিদি ঢাকা ছাড়বেন কাল। আর শোয়েব মালিক যাবেন ১৫ ফেব্রুয়ারি। আহমেদ শেহজাদ ও আকিফ জাভেদ শেষ পর্যন্ত খেলবেন। দুর্দান্ত ঢাকার গুলবাদিন নায়েব জাতীয় দলে যোগ দিয়েছেন সিলেট পর্ব শেষে। উসমান কাদির ও সিয়াম আইয়ুব ১০ ফেব্রুয়ারি দেশে ফিরতে পারেন। 


খুলনার মোহাম্মদ ওয়াসিম, ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ ৯ তারিখের পর যেতে পারেন লাহোর। শাই হোপ এবং ওশানে থমাসকে পেতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে উইন্ডিজের ওয়ানডে সিরিজ শেষে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status