ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ আশ্বিন ১৪৩০
মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ নাগরিকদের জন্য
কলকাতার ডিসান হাসপাতালে ৯ হাজার ৭শ’ রুপিতে এনজিওগ্রাম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 August, 2023, 11:42 PM
সর্বশেষ আপডেট: Sunday, 20 August, 2023, 11:46 PM

কলকাতার ডিসান হাসপাতালে ৯ হাজার ৭শ’ রুপিতে এনজিওগ্রাম

কলকাতার ডিসান হাসপাতালে ৯ হাজার ৭শ’ রুপিতে এনজিওগ্রাম

বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা এবং জ্যোষ্ঠ নাগরিকদের জন্য ৯ হাজার ৭শ’ ভারতীয় রুপিতে এনজিওগ্রাম সেবা প্রদান করছে কলকাতার ডিসান হাসপাতাল। যে সেবার নিয়মিত মূল্য ১৫ হাজার রুপি। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত সুবিধাটি গ্রহণ করা যাবে। 

কলকাতার কসবায় অবস্থিত শয্যা সংখ্যার দিক থেকে পূর্ব ভারতের বৃহত্তম- ৭৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত এক বিবৃতিতে একথা জানান। মুক্তিযোদ্ধারা পাসপোর্ট ও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এবং জ্যেষ্ঠ নাগরিকরা শুধু পাসপোর্ট দেখিয়ে সেবাটি গ্রহণ করতে পারবেন।  

হাসপাতালটিতে ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি ও কার্ডিওথোরাসিক অ্যানেসথেসিয়াসহ হৃদরোগের সমন্বিত সেবা (ইনভ্যাসিভ ও নন-ইনভ্যাসিভ) প্রদান করা হয়। সব ধরণের হৃদরোগ ও থোরাসিক রোগ নির্ণয় এবং এ সংক্রান্ত চিকিৎসা প্রদান করছে ডিসান। রোগীর সামগ্রিক দিক বিবেচনায় নিয়ে তার জন্য সঠিক ও উপযোগী সেবা দিয়ে থাকেন হাসপাতালটির হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনরা।

ইন্টারভেনশনাল কার্ডিওভাসকুলার মেডিসিন এবং কার্ডিওথোরাসিক সার্জারি সেবার ক্ষেত্রে সক্ষমতা ও পরিধি বাড়াতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে হাসপাতালটি। আন্তর্জাতিকমানের ও জরুরি সেবা নিশ্চিত করতে হাসপাতালটিতে রয়েছে মানসম্মত ও সার্বক্ষণিক অপারেটিং রুম, আইসিইউ, ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরি ও করোনারি কেয়ার ইউনিটসহ (সিসিইউ) ১৯২-স্লাইস কার্ডিয়াক সিটি সেবা; সার্বক্ষণিক সেবা প্রদান করছেন দক্ষ ও অভিজ্ঞ নার্স, প্যারামেডিকস ও বিশেষজ্ঞবৃন্দ। 

ডিসান হসপিটালস গ্রুপ’র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী মূল্যে বৈশ্বিকমানের সেবা প্রদান করা। হৃদরোগ একটি গুরুতর অসুস্থতা যাতে প্রতি বছর অসংখ্য মানুষ আক্রান্ত হয়। তাই সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়েই সাশ্রয়ী মূল্যে রোগ নির্ণয়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি রোগীকে নিবেদিত সেবা প্রদানে রয়েছেন আমাদের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, দক্ষ প্যারামেডিকস ও নার্সিং স্টাফ।” 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status