|
চার অপারেটরের নতুন প্যাকেজ, একবার কিনলেই ইন্টারনেট চলবে ৩০ বছর
নতুন সময় ডেস্ক
|
![]() চার অপারেটরের নতুন প্যাকেজ, একবার কিনলেই ইন্টারনেট চলবে ৩০ বছর আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি প্যাকেজগুলোর ছবি আপলোড করে লেখেছেন, ‘সকল অপারেটরের বিদ্যমান ডাটা প্যাক : সুদীর্ঘ সময়ের জন্য—আমরা এটাকে সীমাহীন বলি।’ মন্ত্রীর পোস্টে আপলোড করা ছবি অনুযায়ী, বাংলা লিঙ্ক ৫৪৭ টাকায় ১৫ জিবি ও এক হাজার ১৯৯ টাকায় ৪০ জিবি ১০ বছরের জন্য, টেলিটক ১২৭ টাকায় ছয় জিবি ও ৩০৯ টাকায় ২০৩৬ সাল পর্যন্ত, গ্রামীন ফোন ৫৪৯ টাকায় ১৫ জিবি ও এক হাজার ১৯৯ টাকায় ২০৩৩ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এবং রবি ৪৪৪ টাকায় ১০ জিবি, ৭৭৭ টাকায় ২০ জিবি, এক হাজার ৪৪৪ টাকায় ৫০ জিবি ৩০ বছরের জন্য প্যাকেজ নিয়ে আসছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
