|
সুদানে আটকে আছেন প্রায় ৪০০০ বৃটিশ
নতুন সময় ডেস্ক
|
![]() সুদানে আটকে আছেন প্রায় ৪০০০ বৃটিশ এখন সুদানের রাজধানী খার্তুমসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ, খাদ্য ও পানির সংকট দেখা দিয়েছে। এতে সেখানে এক মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে। সুদানে বসবাস করেন বৃটিশ ব্যবসায়ী স্যাম। তিনি বলেন, সপ্তাহান্তে বৃটেনের উদ্ধার অভিযানে আমাদের মধ্যে আশার আলো দেখা দিয়েছিল। কিন্তু এ বিষয়ে সরকারের তরফ থেকে কোনো তথ্যই আমাদেরকে জানানো হয়নি। তাই স্পষ্টতই এটা ছিল শুধু কূটনীতিকদের জন্য একটি সমাধান পন্থা। যারা সুদানে রয়েছেন তাদের অবস্থাকে ভীতিকর বলে বর্ণনা করেন তিনি। বলেন, হাঙ্গেরি এবং দক্ষিণ আফ্রিকাসহ অন্য দেশগুলোর জনগণের বিষয়ে তারা জানেন। ওইসব মানুষকে তাদের দূতাবাস উদ্ধারের পরিকল্পনা নিয়েছে। উইলিয়াম নামে সুদানে আরেক বৃটিশ নাগরিক বাসে করে খার্তুম ছাড়েন। তাকে তার সুদানি চাকরিদাতা এ ক্ষেত্রে সহযোগিতা করেন। তাকে ও অন্য বৃটিশ নাগরিককে তারা মিশর পর্যন্ত পৌঁছে দেয়। তিনি বলেন, বৃটিশ সরকার তাদেরকে সমর্থন বলতে কিছুই দেয়নি। আমাদেরকে ব্যক্তিগতভাবে সরে আসতে হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
