ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
সুদানে আটকে আছেন প্রায় ৪০০০ বৃটিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 April, 2023, 10:10 AM

সুদানে আটকে আছেন প্রায় ৪০০০ বৃটিশ

সুদানে আটকে আছেন প্রায় ৪০০০ বৃটিশ

ভয়াবহ লড়াইয়ের মধ্যে সুদানে এখনও আটকে থাকা বৃটিশের সংখ্যা ৪ হাজার হতে পারে। বৃটেনের উন্নয়ন ও আফ্রিকা বিষয়ক প্রতিমন্ত্রী অ্যানড্রু মিশেল বলেছেন, সহায়তা চাওয়া ২ হাজার বৃটিশ নাগরিকের তথ্য নিবন্ধন করা হয়েছে। কিন্তু এই সংখ্যা ৪ হাজার হতে পারে। এ পর্যন্ত সুদান থেকে কূটনীতিক এবং তাদের পরিবারকে উদ্ধার করেছে বৃটেন। কিন্তু সাধারণ বৃটিশরা সেখানে আটকা পড়ে আছেন। মন্ত্রী অ্যানড্রু মিশেল বলেছেন, রোববার বৃটিশ কূটনীতিকদের আকাশপথে উদ্ধার করা হয়েছে। তাদের চারপাশের অবস্থা ছিল ভয়াবহ। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সতর্ক করেছেন, সুদানে লড়াইরত দু’পক্ষের মধ্যে অস্ত্রবিরতি না হওয়া পর্যন্ত বৃটিশ নাগরিকদের সহায়তা করা খুবই কঠিন। অন্যদিকে কিছু বৃটিশ বলেছেন, তাদেরকে পরিত্যক্ত ফেলে রেখেছে তাদের সরকার। কনজার্ভেটিভ পার্টির এমপি এবং পররাষ্ট্র বিষয়ক সিলেক্ট কমিটির চেয়ার অ্যালিসিয়া কেয়ার্নস বলেছেন, বৃটিশ নাগরিকদের সঙ্গে যোগাযোগে ঘাটতি এ কথাই স্মরণ করে দেয় যে, আফগানিস্তান পরিস্থিতির পর কোনো শিক্ষাই গ্রহণ করা হয়নি। 

এখন সুদানের রাজধানী খার্তুমসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ, খাদ্য ও পানির সংকট দেখা দিয়েছে।

এতে সেখানে এক মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে। সুদানে বসবাস করেন বৃটিশ ব্যবসায়ী স্যাম। তিনি বলেন, সপ্তাহান্তে বৃটেনের উদ্ধার অভিযানে আমাদের মধ্যে আশার আলো দেখা দিয়েছিল। কিন্তু এ বিষয়ে সরকারের তরফ থেকে কোনো তথ্যই আমাদেরকে জানানো হয়নি। তাই স্পষ্টতই এটা ছিল শুধু কূটনীতিকদের জন্য একটি সমাধান পন্থা। যারা সুদানে রয়েছেন তাদের অবস্থাকে ভীতিকর বলে বর্ণনা করেন তিনি। বলেন, হাঙ্গেরি এবং দক্ষিণ আফ্রিকাসহ অন্য দেশগুলোর জনগণের বিষয়ে তারা জানেন। ওইসব মানুষকে তাদের দূতাবাস উদ্ধারের পরিকল্পনা নিয়েছে। উইলিয়াম নামে সুদানে আরেক বৃটিশ নাগরিক বাসে করে খার্তুম ছাড়েন। তাকে তার সুদানি চাকরিদাতা এ ক্ষেত্রে সহযোগিতা করেন। তাকে ও অন্য বৃটিশ নাগরিককে তারা মিশর পর্যন্ত পৌঁছে দেয়। তিনি বলেন, বৃটিশ সরকার তাদেরকে সমর্থন বলতে কিছুই দেয়নি। আমাদেরকে ব্যক্তিগতভাবে সরে আসতে হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status