লাকসামে যুবলীগ কর্মী রায়হান বিএনপির সন্ত্রাসের শিকার
বাগমারা প্রতিনিধি
|
![]() লাকসামে যুবলীগ কর্মী রায়হান বিএনপির সন্ত্রাসের শিকার পৌরসভার বাতাখালী পশ্চিমপাড়ার বাসিন্দা মোঃ রংগু মিয়ার সন্তান যুবলীগ কর্মী রায়হান পেশায় একজন লাইসেন্সধারী ড্রাইভার। কর্মসংস্হানের আশায় ব্যাংক থেকে ঋণ গ্রহন করে টাটা কোম্পানির একটি পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। দেশের বিভিন্ন জেলায় মালামাল পরিবহন করে আসছে সুনামের সাথে। গত ৪ আগস্ট ২০২২ ভাড়া নিয়ে ভোলায় গিয়ে বিপাকে পড়ে। বিএনপি -জামাতের সন্ত্রাসীদের সন্ত্রাসের শিকার হয় তার পিকআপ। ভোলা দরগাস্হ বিএনপি অফিসের সামনে ভাংচুর করা হয় গাড়িটি। এব্যাপারে ভোলা সদর থানায় ৫/৮/২০২২ তারিখে অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে কিস্তি পরিশোধ ও পরিবার চালাতে মানবেতর জীবন- যাপন করছে রায়হান।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |