ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
শক্তিশালী কম্পিউটার চিপ উন্মোচন করল অ্যাপল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 23 October, 2021, 11:05 AM

শক্তিশালী কম্পিউটার চিপ উন্মোচন করল অ্যাপল

শক্তিশালী কম্পিউটার চিপ উন্মোচন করল অ্যাপল

নতুন ‘এম১প্রো’ ও ‘এম১ম্যাক্স’ নামের দুই চিপ উন্মোচন করেছে অ্যাপল। এগুলো নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপে ব্যবহৃত হবে। অ্যাপল বলছে, ৫৭০০ কোটি ট্রানজিস্টর সংবলিত ‘এম১ম্যাক্স’ চিপটি এখন পর্যন্ত তাদের নির্মিত সবচেয়ে শক্তিশালী চিপ। প্রযুক্তিশিল্প নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান গার্টনারের বিশ্লেষক মিকাকো কিটাগাওয়া অ্যাপলের নতুন চিপের বিষয়ে বলেন, ‘এগুলোর পারফরম্যান্স বেশ উন্নত।’

অ্যাপল দাবি করেছে, নতুন চিপগুলো ৮-কোর পিসি চিপের চেয়ে ১.৭ গুণ বেশি দ্রুত হবে।

বহু বছর ইন্টেলের ডিজাইন করা চিপ ব্যবহার করেছে অ্যাপল। বিশ্বের অন্যতম মোবাইল ও ওয়্যারলেস বাজার বিশ্লেষক সংস্থা সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক বেন উড বলেছেন, ‘নিজস্ব সিলিকন ডিজাইন করার পদক্ষেপটি অ্যাপলের জন্য বেশ ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।’

নিজেদের তৈরি সিলিকনচালিত প্রথম ম্যাক কম্পিউটার আনার প্রায় এক বছর পর নতুন চিপ আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। অন্যদিকে বিশ্বব্যাপী কম্পিউটার চিপের অপ্রতুলতার জন্য নিজেদের আইফোন ১৩ উৎপাদনের লক্ষ্যমাত্রা কমিয়েছে অ্যাপল।     


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status