ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
অলিম্পিক থেকে ভারতে ফিরলেই দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে মণিকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 28 July, 2021, 4:28 PM

অলিম্পিক থেকে ভারতে ফিরলেই দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে মণিকার

অলিম্পিক থেকে ভারতে ফিরলেই দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে মণিকার

টোকিও অলিম্পিকে অংশ নেওয়া ভারতের টেবিল টেনিস তারকা মণিকা বাত্রার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে সর্বভারতীয় টেবিল টেনিস সংস্থা। টোকিও থেকে এমনটাই জানিয়েছেন সংস্থার সচিব অরুণ বন্দ্যোপাধ্যায়। জাতীয় দলের প্রধান কোচ সৌম্যদীপ রায়কে উপেক্ষা করার জন্যই মণিকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলেই ইঙ্গিত দিয়ে রাখলেন অরুণ।

মঙ্গলবার অরুণ বলেন, ‘অলিম্পিক্সের আসরে ব্যক্তিগত কোচ নিয়ে যাওয়া কোনো নতুন ঘটনা নয়। কিন্তু মণিকা যেভাবে জাতীয় দলের কোচকে উপেক্ষা করেছে, সেটা মোটেই ভদ্রতা নয়। আমাদের সবার কাছে এটা খুব দৃষ্টিকটু ও অস্বস্তিকর। দেশের একজন প্রথম সারির ক্রীড়াবিদের কাছ থেকে এমন আচরণ শোভা পায় না। জাতীয় কোচকে অপমান করা মানে দেশকে অপমান করা।’

সর্বভারতীয় টেবিল টেনিস সংস্থার সচিব আরো বলেন, ‘মণিকার দাবি, সৌম্যদীপ নাকি সুতীর্থা মুখোপাধ্যায়ের ব্যক্তিগত কোচ! তাই ও সৌম্যদীপের কাছে অনুশীলন করতে চায় না। এটা বোকা বোকা যুক্তি ছাড়া আর কিছু নয়। আমরা ৩১ জুলাই দেশে ফিরছি। আগস্টের প্রথম সপ্তাহে অলিম্পিকের পারফরম্যান্স নিয়ে আলোচনায় বসব। সেখানে সবার আগে এই বিষয় নিয়ে আলোচনা হবে। দলের ম্যানেজার এম পি সিংহ ও কোচ সৌম্যদীপ এই বিষয়ে রিপোর্ট দেবেন। তারপর মণিকার বিরুদ্ধে বাকি সিদ্ধান্ত সংস্থা নেবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status