|
শেরপুর-৩ আসনের সাবেক এমপি রুবেল মনোনয়ন পাওয়ায় শ্রীবরদীতে আনন্দ মিছিল
রাকিবুল হাসান খোকন, শেরপুর
|
![]() শেরপুর-৩ আসনের সাবেক এমপি রুবেল মনোনয়ন পাওয়ায় শ্রীবরদীতে আনন্দ মিছিল ৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের অংশ গ্রহণে শ্রীবরদী চৌরাস্তা মোড় থেকে ওই আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দেন। আনন্দ মিছিলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আইনজীবী সমিতির সহ-সাধারন সম্পাদক অ্যাডভোকেট রেজুয়ান উল্লাহ, পৌর যুবদলের আহবায়ক আমিনুল তানজিল মিস্টার, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ ইখলাছুর রহমান লিটন, কৃষক দলের সভাপতি আবু হারিছ বাচ্চুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
