|
টেকনাফের গহীন পাহাড়ে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() টেকনাফের গহীন পাহাড়ে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পূর্ববর্তী সময়ে আটককৃত পাচারকারীদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওই পাহাড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী-শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান— উন্নত জীবন, বিদেশে উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের টার্গেট করে এমন চক্র সক্রিয় রয়েছে। সুযোগ পেলে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে সমুদ্র পথে পাচারের পরিকল্পনা ছিল। বন্দি অবস্থায় নির্যাতন করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছিল বলেও তারা জানান। সিয়াম-উল-হক বলেন, উদ্ধার ভিকটিম ও আটককৃত পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মানব পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত ২৮ অক্টোবরও একই ইউনিয়নের শীলখালী ও জুম্মাপাড়া এলাকার পাহাড় ও উপকূলে পৃথক অভিযানে নারী-পুরুষ ও শিশুসহ ৫০ জন রোহিঙ্গাকে উদ্ধার করে র্যাব ও কোস্ট গার্ড। গত এক মাসেই টেকনাফ সীমান্তের বিভিন্ন পাহাড় ও উপকূলীয় এলাকা থেকে র্যাব, পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও বিজিবি মোট ৪৭৮ জন ভিকটিমকে উদ্ধার করেছে। আটক করা হয়েছে পাচারচক্রের ৫৩ সদস্যকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
