ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১ নভেম্বর ২০২৫ ১৫ কার্তিক ১৪৩২
প্রার্থী বাছাইয়ে ব্যস্ত বিএনপি, প্রচারণায় জামায়াত, জোট নিয়ে কী ভাবছে এনসিপি?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 31 October, 2025, 12:59 PM

প্রার্থী বাছাইয়ে ব্যস্ত বিএনপি, প্রচারণায় জামায়াত, জোট নিয়ে কী ভাবছে এনসিপি?

প্রার্থী বাছাইয়ে ব্যস্ত বিএনপি, প্রচারণায় জামায়াত, জোট নিয়ে কী ভাবছে এনসিপি?

জুলাই সনদ স্বাক্ষরের পর থেকেই নির্বাচনী টানেলে দেশ। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আয়োজনে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

প্রার্থী বাছাই, জোট গঠনের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছে দলগুলো। অনেক বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের অপেক্ষায় প্রার্থীরা।

 
এরই মধ্যে একক প্রার্থী বাছাইয়ে কাজ করছে বিএনপি। ধারাবাহিকভাবে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করছে দলটি। আলোচনা চলছে যুগপৎ আন্দোলনের শরিক দল ও অন্য দলের সঙ্গেও।
 
অন্যদিকে ৩০০ আসনে প্রচারণায় নেমেছেন জামায়াতের প্রার্থীরা। ইসলামী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়েও তৎপর দলটি।
 
আলোচনার তুঙ্গে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি)। বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট, নাকি গণঅধিকার পরিষদের সঙ্গে। এবি পার্টির মতো দল নিয়ে আলাদা মোর্চা, তা নিয়ে আলোচনা চলছে রাজনীতির মাঠে। যদিও নির্বাচনী তৎপরতায় দৃশ্যমান কর্মকাণ্ড নেই দলটির।
 
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব বলছেন, ‘এনসিপি এখন পর্যন্ত নির্বাচনে জোট সংক্রান্ত বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যায়নি। তবে এনসিপির সঙ্গে সবগুলো দলই নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করছে।’    
 
তিনি আরও বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি, স্বাক্ষর এবং এনসিপির নিবন্ধন ও প্রতীকের এখনো সমাধান হয়নি। বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হচ্ছে। তাই নির্বাচনে কোনো দলের সঙ্গে জোট নিয়ে এখনো ভাবছে না।’
 
ইসলামী দলগুলো নিয়ে সাত দফা দাবিতে রাজপথে থাকলেও ফ্যাসিবাদবিরোধী অন্যান্য দলের সঙ্গেও নির্বাচনী সমঝোতায় আপত্তি নেই জামায়াতের। এসব দলকে পর্যাপ্ত আসন ছেড়ে দেয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

 
তিনি বলেন, ‘আগামী বাংলাদেশ গঠনে যারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চায়, তাদের কারো সঙ্গে আমাদের দূরত্ব নেই। সবার সঙ্গে জোট গঠনের ব্যাপারে বা আসন ভিত্তিক সমঝোতার ব্যাপারে আমাদের দিক থেকে আমাদের কোনো দ্বিমত নেই।’
 
এই জামায়াত নেতা আরও বলেন, ‘আমরা এখন ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছি। এরপর যেসব আসনে সমঝোতা হবে সেখানে আমরা ছাড় দেব।’  
 
অন্যদিকে নভেম্বরের প্রথমার্ধে প্রার্থী ঘোষণা করবে বিএনপি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের শরিকসহ অন্য যেসব দলের সঙ্গে সমঝোতা হবে, তাদের নামও থাকতে পারে তালিকায়।
 
দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘নভেম্বরের প্রথমার্ধে একক প্রার্থী ঘোষণা করা হবে। আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যে শরিক দলগুলো ছিল, তাদের সঙ্গে আসন নিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতা হয়ে গেলে আমরা ঘোষণা করব।’
 
তিনি আরও বলেন, ‘যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের নিয়েই আমরা চলব। শুধু নির্বাচন নয়, ক্ষমতায় গেলে সরকারও তাদের নিয়ে চালাবো আমরা।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status