|
৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে লক্ষ্যে শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে লক্ষ্যে শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত (২০) অক্টোবর সোমবার বিকালে সোনারগাঁও উপজেলার বৈদ্দার বাজার ইউনিয়নের উলুকান্দি বালুর মাঠ প্রাঙ্গণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে " নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ শীর্ষক" উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং সহসভাপতি সাবেক ছাত্রনেতা ও নারায়ণগঞ্জ -০৩ ( সোনারগাঁও - সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক। প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে " নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। দল ক্ষমতায় আসলে প্রতিটা নারী তার ন্যায্য অধিকার ও মর্যাদা পাবে নারী তার শতভাগ অধিকার ফিরে পাবে। প্রত্যেক এলাকায় কমিউনিটি ক্লিনিক করা হবে যাতে করে নারীরা চিকিৎসা সেবায় অবহেলিত না হয়, প্রতিটা নারীকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এবং নারী ক্ষুদ্র ব্যবসায়ীদের সুদবিহীন ঋণ বিতরণ করে ব্যবসাকে বড় আকারে রূপান্তরিত করা হবে। এবং ৩১ দফার মানে বুঝাতে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জনাবা সালমা আক্তার সোনারগাঁও উপজেলা মহিলাদল। এ সময় আরো উপস্থিতি ছিলেন,ইয়াছমিন বেগম সহসাংগঠনিক সম্পাদক সোনারগাঁও উপজেলা মহিলাদল,মোসাঃ ফাতেমা বেগম সোনারগাঁও উপজেলা মহিলাদল নেত্রী,উম্মে হানি সোনারগাঁও উপজেলা মহিলাদল নেত্রী,মাসুদা বেগম সোনারগাঁও উপজেলা মহিলাদল নেত্রী, নাসরীন আক্তার প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
