|
যশোরে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠির আঘাতে ইজিবাইক চালকের মৃত্যু
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠির আঘাতে ইজিবাইক চালকের মৃত্যু স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দিকে আশ্রম রোডের জনৈক ফারুকের গ্যারেজে নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন জাহিদ। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে আশা নামের অপর এক ইজিবাইক চালক তাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে জাহিদ মাটিতে লুটিয়ে পড়েন।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয়ে কোতোয়ালী থানার তদন্ত ইনস্পেক্টর কাজী বাবুল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
