ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপের আহ্বান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 October, 2025, 6:35 PM

ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপের আহ্বান

ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপের আহ্বান

'রিসাইকেল ইউর ই-ওয়েস্ট, ইট'স ক্রিটিক্যাল' এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ অক্টোবর ২০২৫ তারিখে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো 'আন্তর্জাতিক ই-বর্জ্য দিবস ২০২৫'। দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস এবং সামাজিক সংগঠন লাল সবুজ সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সচেতনতামূলক অনুষ্ঠানে উঠে আসে ই-বর্জ্য ব্যবস্থাপনার জরুরি দিকগুলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, ই-বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্য পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ হুমকি। ই-বর্জ্য মাটিতে মিশে গিয়ে দূষণ সৃষ্টি করে এবং পানির স্তরকে বিষাক্ত করে তোলে। এসব বিষাক্ত উপাদান মানুষের স্নায়ুতন্ত্র, কিডনি ও প্রজনন ক্ষমতার ওপর মারাত্মক প্রভাব ফেলে। শিশুদের ক্ষেত্রে এর প্রভাব আরও ভয়াবহ—বুদ্ধিবিকাশে বাধা, শ্বাসকষ্ট ও ত্বকের রোগ দেখা দিতে পারে। তাই ই-বর্জ্যকে যথাযথভাবে সংগ্রহ, রিসাইকেল ও নিষ্পত্তি করা অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা যায়।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয়গুলো তুলে ধরেন স্মার্ট টেকনোলজিসের হেড অব এইচআর চৌধুরী গোলাম নুর এ সানি। তিনি ই-বর্জ্য ব্যবস্থাপনায় কর্পোরেট জবাবদিহিতা এবং কর্মীদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ই-বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্যবসায়িক সম্ভাবনার দিক তুলে ধরেন ই-রিভাইভ এর সিইও ওয়ালিদ খান। তিনি বলেন, সঠিক প্রযুক্তি ও উদ্যোগের মাধ্যমে ই-বর্জ্য রিসাইকেলিং একটি লাভজনক ও পরিবেশবান্ধব খাত হয়ে উঠতে পারে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন লাল সবুজ সোসাইটির ভলান্টিয়ার কো-অর্ডিনেটর আজিজুন নাহার তমা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status