ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
লেদারগুডস ডিজাইনারদের জন্য স্যাম্পল তৈরির উপর প্রশিক্ষণ কর্মসূচি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 June, 2025, 5:11 PM

লেদারগুডস ডিজাইনারদের জন্য স্যাম্পল তৈরির উপর প্রশিক্ষণ কর্মসূচি

লেদারগুডস ডিজাইনারদের জন্য স্যাম্পল তৈরির উপর প্রশিক্ষণ কর্মসূচি

লেদারগুডস ডিজাইনারদের জন্য স্যাম্পল তৈরির উপর প্রশিক্ষণ শীর্ষক সম্প্রতি এক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ঢাকা-তে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণটি পরিচালনা করেন ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ILET)-এর লেকচারার জনাব মোঃ আলী মুজতবা। লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LFMEAB)-এর সেক্রেটারি জেনারেল প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। 

প্রশিক্ষণে LFMEAB-এর সদস্য কারখানাগুলো থেকে নির্বাচিত মোট ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের অংশ হিসেবে একটি ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সেশন পিকার্ড বাংলাদেশ লিমিটেড-এ অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি বাস্তব উৎপাদন পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সমস্যা বিশ্লেষণ, প্যাটার্ন বিশ্লেষণ, ট্যাগিং, লেবেলিং ও প্যাকেজিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহারিক ও হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।

লেদারগুডস খাতে কর্মরত পেশাদারদের দক্ষতা বৃদ্ধি করা, বিশেষ করে স্যাম্পল প্রস্তুতকারকদের কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করাই প্রশিক্ষণের মূল লক্ষ্য। এই উদ্যোগটি স্থানীয় ফুটওয়্যার শিল্পে দক্ষ জনবল গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা শিল্পের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানের সাথে খাতটির সামঞ্জস্য নিশ্চিত করতে সহায়ক হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status