ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ ২৫ অগ্রহায়ণ ১৪৩১
ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান, হাজারো সমর্থক গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 26 November, 2024, 11:14 AM

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান, হাজারো সমর্থক গ্রেফতার

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান, হাজারো সমর্থক গ্রেফতার

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটি। ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে পিটিআই সমর্থকদের ডাকা বিক্ষোভ সমাবেশ ঠেকাতে গ্রেফতার করা হয়েছে ইমরান খানের কয়েক হাজার সমর্থককে।

এছাড়া রাস্তা-ঘাট বন্ধের পাশাপাশি জারি করা হয়েছে লকডাউন। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা ও মোবাইল নেটওয়ার্ক।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর হাজারো সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দলের ৫ পার্লামেন্ট সদস্যও আছেন।

এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, ইমরান খান সমর্থকরা ইসলামাবাদের রেড জোনে পৌঁছালে কর্তৃপক্ষ তাদের গ্রেফতার করবে। তিনি বলেন, ‘কেউ সেখানে পৌঁছালে তাকে গ্রেফতার করা হবে।’

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টিকে জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠানের অসুবিধার জন্য দায়ী করে নকভি বলেন, বাসিন্দা ও সম্পত্তি রক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

এদিকে পিটিআই নেতারা জানিয়েছে, সোমবার সকালে ইমরান খানের হাজার হাজার সমর্থক রাজধানী ইসলামাবাদের দিকে পদযাত্রা শুরু করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে মিছিলকারীদের থামানোর চেষ্টায় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইমরান খান সমর্থকদের গ্যাস মাস্ক ও প্রতিরক্ষামূলক চশমা পরে থাকতে দেখা গেছে।

সোমবার বিক্ষোভকারীদের বহনকারী গাড়ির একটি বহর রাজধানীতে পৌঁছানোর কথা ছিল। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, তারা ৯ থেকে ১১ হাজার বিক্ষোভকারীর প্রত্যাশা করছেন, অন্যদিকে পিটিআই বলছে এই সংখ্যা আরো বেশি হবে।


� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status