ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
রামগতিতে প্রতিপক্ষের হামলায় নারী-গ্রামপুলিশসহ আহত ৬
মোঃএমরান হোসেন,কমলনগর
প্রকাশ: Monday, 24 June, 2024, 7:35 PM

রামগতিতে প্রতিপক্ষের হামলায় নারী-গ্রামপুলিশসহ আহত ৬

রামগতিতে প্রতিপক্ষের হামলায় নারী-গ্রামপুলিশসহ আহত ৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপুরের রামগতিতে  প্রতিপক্ষের হামলায় নারী ও গ্রামপুলিশসহ ৬ জন আহত হয়েছে। এসময় বসতঘরে তান্ডব চালিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। রোববার আলেকজান্ডার ইউনিয়নে সুজনগ্রাম ইয়াসিন মুন্সীবাড়িতে এঘটনা ঘটে। ভুক্তভোগী গ্রাম পুলিশ  মো. নাইম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার পরিবার ও পতিপক্ষ আজাদ গংদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় তাদের পরিবারের উপর  প্রতিপক্ষের আজাদ, রুবেলগংরা  উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা করে। এতে আবদুল হাসিম (৭৫), মো. নাইম (৪০), রাহেলা (২২), বিবি আমেনা (৩০), নুরুজ্জামান (৪৫) আজগর হোসেন (৩৪) গুরুতর আহত হয়। গুরুতর আহতদেরকে উদ্ধার করে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে রামগতি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
এবিষয়ে অভিযোগ অস্বীকার করে মো. আজাদ বলেন, আমাদের উপর আক্রমণ ও হামলা করে উল্টো আমাদেরকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করেন। প্রতিপক্ষের লোকজন আমাদেরকে মারধর করেছে।
রামগতি থানা অফিসার ইনচার্জ (ওসি)  মো. মোসলেহ উদ্দিন জানান,  এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status