কর্ণফুলীতে প্রেমের ফাঁদে পেলে ব্যবসায়ীকে অপহরণ, নারীসহ গ্রেফতার- ৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 2 June, 2024, 11:53 AM
কর্ণফুলীতে প্রেমের ফাঁদে পেলে ব্যবসায়ীকে অপহরণ, নারীসহ গ্রেফতার- ৪
চট্টগ্রামের কর্ণফুলীতে সমাজিক যোগাযোগের মাধ্যমে প্রেমের ফাঁদে পেলে ব্যবসায়ীকে বাসায় ডেকে নিয়ে অপহরণ করে মারধর ও স্ট্যাম্পে টাকা আদায়ের অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (শনিবার) ১ জুন, রাত অনুমানিক ১ টায় কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের ০৩নং ওয়ার্ড এর বনফুল সংলগ্ন বিল থেকে তাদের গ্রেফতার করা হয়।
সূত্রে জানা যায়- আসামী পারভীন আক্তার ববি(৩৪) টার্গেট করে (আরিফ) ছদ্মনামের ব্যবসায়ীর সাথে প্রেমের অভিনয় করে, এক পর্যায়ে শিকলবাহার এস. আলম গলি, আশরাফ এর মালিকানাধীন বাড়ীর ২য় তলা বাসায় আসার প্রস্তাব দেয়। প্রেমিকার বাসায় আসলে কয়েকজন মিলে তাকে আটক ও মারধর করে হত্যার হুমকী দিয়া আবিদের নিকট হতে ১,০০,০০০ টাকা চাঁদা দাবী করে। দিতে অস্বীকার করায় মারধর করে শিকলবাহা ৩নং ওয়ার্ডের বনফুল ফ্যাক্টরী পাশে বিলের মাঝে নিয়ে আটকে রাখে। তাকে হত্যার হুমকী দিয়ে জোরপূর্বক নগদ ৭৫২০ টাকা, ব্যবহৃত এন্ড্রয়েট মোবাইল সেট, সঙ্গে থাকা তাহার স্ত্রীর ব্র্যাক ব্যাংক এর একটি এটিএম কার্ড, ১০০ টাকা মূল্যের ০৩টি ননজুড়িসিয়াল স্ট্যাম্প, এক্সিম ব্যাংকের ০৩টি চেক স্বাক্ষর করে নেয়।