ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
সৌদিতে ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 28 February, 2024, 11:53 AM

সৌদিতে ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদিতে ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে ‘সন্ত্রাসবাদ’ এর অপরাধে একদিনে সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ২০২২ সালের মার্চের পর মৃত্যুদণ্ড প্রদানের এ টি দ্বিতীয় সর্বাধিক সংখ্যা।

সরকারি সৌদি প্রেস এজেন্সি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানিয়েছে, এই সাতজনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন ও সত্ত্বা গঠন করা এবং অর্থায়ন করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।


সৌদি আরব হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে এগিয়ে থাকা রাষ্ট্র। সরকারি ঘোষণার হিসেবে এএফপি জানিয়েছে, দেশটি এ বছর এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ২০২৩ সালে তারা ১৭০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব।


শাস্তি স্বরূপ মস্তক ছিন্ন করার জন্য কুখ্যাত এই দেশটি প্রায় দু বছর আগে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে বিশ্বব্যাপী নিন্দার শিকার হয়েছে।


মঙ্গলবার যে ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে তাদের নাম ও উপাধি দেখে মনে হয়েছে তারা সৌদি নাগরিক।


তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা, এমন ধরনের সন্ত্রাসবাদকে গ্রহণ করে যেখানে রক্তপাত ঘটাতে হয়, সন্ত্রাসবাদী সংগঠন ও সত্ত্বাগুলোকে গড়ে তোলে ও অর্থায়ন করে এবং সমাজের স্থিতিশীলতা ও নিরাপত্তা নষ্ট করা ও জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে এসব করে।


এই প্রতিবেদনে তাদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি। অ্যামনেস্টি ইন্টারন্যামনাল বলেছে, ২০২২ সালে চীন ও ইরান ছাড়া অন্য যেকোন দেশের চেয়ে সৌদি আরবে সর্বাধিক লোকের প্রাণদন্ড কার্যকর করা হয়েছে।


সৌদি কর্তৃপক্ষ মনে করে, সাধারণভাবে আইনশৃঙ্খলা রক্ষার জন্য মৃত্যুদণ্ড প্রদান প্রয়োজনীয় এবং তা শরিয়াহ আইন সম্পর্কে তাদের ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


তবে সমালোচকদের যুক্তি হলো যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দৃষ্টিভঙ্গিতে যে আরও উন্মুক্ত, সহনশীল সমাজ গঠনের প্রত্যাশাকে রয়েছে তাকে মৃত্যুদণ্ড খর্ব করছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status