|
ইসরাইলি দূতাবাসের সামনে শরীরে আগুন দেয়া সেই মার্কিন সেনার মৃত্যু
নতুন সময় ডেস্ক
|
|
ইসরাইলি দূতাবাসের সামনে শরীরে আগুন দেয়া সেই মার্কিন সেনার মৃত্যু এর আগে স্থানীয় সময় রোববার বিকেলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই সেনা। ![]() ইসরাইলি দূতাবাসের সামনে শরীরে আগুন দেয়া সেই মার্কিন সেনার মৃত্যু ঘটনার পরপরই মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা দ্রুত তার গায়ের আগুন নেভায় এবং পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করে। মার্কিন বিমান বাহিনীর এক সদস্য নিশ্চিত করেছেন যে, গায়ে আগুন দিয়ে যে ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি তাদের বাহিনীর একজন সক্রিয় সদস্য। পুলিশ জানিয়েছে, টেক্সাসের সান অ্যান্টোনিওর বাসিন্দা ২৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম অ্যারন বুশনেল। এদিকে এ ঘটনায় ইসরাইলি দূতাবাসের কোনো কর্মী হতাহত হয়নি বলে জানিয়েছেন দূতাবাসের এক মুখপাত্র। নিউ ইয়র্ক টাইমস বলছে, আগুন দেয়ার সময় তার গায়ে সামরিক পোষাক ছিলো এবং তিনি বলেন, আমি কোনোমতেই এই গণহত্যার সাথে জড়িত থাকবো না এবং বারবার বলতে থাকেন, “ফিলিস্তিনকে মুক্ত কর”। এর আগে গত ডিসেম্বর মাসে আটলান্টায় ইসরাইলি কনস্যুলেট অফিসের সামনে আরেক ব্যক্তি গাজা যুদ্ধের প্রতিবাদে নিজের গায়ে আগুন দিয়েছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
