|
চলতি বছর অ্যাপলের বড় চমক মিক্স রিয়েলিটি হেডসেট
নতুন সময় ডেস্ক
|
![]() চলতি বছর অ্যাপলের বড় চমক মিক্স রিয়েলিটি হেডসেট যেমন অ্যাপলের মিক্স রিয়েলিটি হেডফোনের একাধিক মডেল আসবে এবং আইওএস এর নতুন ভার্সনও আসবে। তবে এই সম্মেলনের সবচেয়ে বড় চমক অবশ্যই অ্যাপলের মিক্স রিয়েলিটি হেডসেট। অ্যাপল হ্যান্ডসেট ও আইপ্যাড ওএসে বদল আনলেও তা আহামরি কিছু হবে না বলে জানা গেছে৷ বড় আয়োজন যে মূলত এই হেডসেট তা বলে দিতে হবে না। সপ্তাহব্যাপী এই কনফারেন্সে এই হেডসেট ব্যবহারের টুকিটাকি দেখানো হবে। আইপ্যাড ও আইফোন থেকে বের হয়ে এসে একদম নতুন কোনো পণ্য তারা নিয়ে আসছেন। এই পণ্যের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন এই পণ্য প্রথমে ক্রেতাদের মনোযোগ হয়তো আকর্ষণ করবে না। তবে এই পণ্য আইফোনকেও টেক্কা দিতে সক্ষম। জুনে পণ্যটি সবার কাছে পরিচিত করা হলেও বাজারে আসবে সেপ্টেম্বরে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
