ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
লক্ষ্মীপুরে বিদেশগামীদের ফিংগার প্রিন্ট কার্যক্রম উদ্বোধন
মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর
প্রকাশ: Sunday, 6 June, 2021, 4:46 PM

লক্ষ্মীপুরে বিদেশগামীদের ফিংগার প্রিন্ট কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে বিদেশগামীদের ফিংগার প্রিন্ট কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে বিদেশগামী কর্মীদের ফিংগার প্রিণ্ট কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার দুপুরে লক্ষ্মীপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ফিংগার প্রিণ্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।


কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দীন আহাম্মদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সিলর মো.ইকবাল হোসেন ও মো. ফাহিম ফেরদৌস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সট্রাক্টর আরিফুর রহমান সোহেলসহ প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক-কর্মচারী, প্রশিক্ষণার্থী, বিদেশগামীরা।


কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান জানান, লক্ষ্মীপুর জেলার বিদেশগামীদের পাশ্ববর্তী জেলা নোয়াখালী অথবা ঢাকায় গিয়ে ফিংগার প্রিণ্ট দিতে হতো। এতে ভোগান্তির মধ্যে পড়তো হতো তাদের। 


ইন্টার ন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) এর উদ্যোগে লক্ষ্মীপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ফিংগার প্রিণ্ট মেশিন স্থাপন করা হয়। এখন থেকে ২০০ টাকা ব্যাংক ড্রাফট এর মাধ্যমে এ জেলার বিদেশগামীরা ফিংগার প্রিণ্ট এর কার্যক্রম এখানে সম্পন্ন করতে পারবেন।


এ কেন্দ্রে বিদেশগামীদের তিন দিনের প্রাক বহিঃগমন, প্রশিক্ষণ কোর্স শেষে তাদের ফিংগার নেওয়া হবে। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রায় শতাধিক বিদেশগামীদের ফিংগার প্রিণ্ট নেওয়া হবে।


প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ বলেন, রেমিট্যান্স যোদ্ধারা অর্থনীতির চালিকা শক্তি। বিপুল সংখ্যক লোক যখন বিদেশে যায়, তখন দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স আসে। তাই বিদেশগামীরা যাতে নিরাপদে বিদেশ যেতে পারে এবং বিনা ঝুঁকিতে কর্মসংস্থানের সুযোগ করে দিলে দেশের অর্থনীতি আরও তরান্বিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status