ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
নির্বাচনে চন্দনাইশে ৩ পদের ৯ প্রার্থী বৈধ ঘোষণা, অবৈধ ১
জাবের বিন রহমান আরজু, চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 5 May, 2024, 9:54 PM
সর্বশেষ আপডেট: Sunday, 5 May, 2024, 9:56 PM

নির্বাচনে চন্দনাইশে ৩ পদের ৯ প্রার্থী বৈধ ঘোষণা, অবৈধ ১

নির্বাচনে চন্দনাইশে ৩ পদের ৯ প্রার্থী বৈধ ঘোষণা, অবৈধ ১

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন  যাচাই-বাছাই শেষে ৩ পদের ৯ প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে। ক্রেডিট কার্টের টাকা বাকি থাকায় চেয়ারম্যান পদের ১জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। ৫ মে রবিবার দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিসে আসন্ন তৃতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ৬জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন সর্বমোট ১০জনের মনোনয়পত্র যাচাই-বাছাই শেষে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রামানিক, সহকারি রিটার্নিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈধ এবং অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেডের ২০ হাজার টাকার ক্রেডিট কার্ডের টাকা পাওনা থাকায়  চেয়ারম্যান পদের প্রার্থী উত্তর কেশুয়ার মো. আবু হেনা ফারুকীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা নির্বাচন অফিসার মো. রাকিবুজ্জামন রেনু জানায়, চেয়ারম্যান পদে হারলার জাহিদুল ইসলাম, জোয়ারার আবু আহমেদ চৌধুরী, বদুরপাড়ার আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ, মোহাম্মদপুরের আহমদ হোসেন, কানাইমাদারীর আরিফুল ইসলাম চৌধুরী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উত্তর হাশিমপুরের মৌ. মো. সোলাইমান, কাঞ্চনগরের মোহাম্মদ একরামুল হোসেন,  বৈলতলীর রুপম দেব এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শুধুমাত্র একক প্রার্থী বরকলের খালেদা আক্তার চৌধুরী  মনোনয়ন বৈধতা পেয়েছে। ক্রেডিট কার্ডে ব্যাংকের পাওনা থাকায় চেয়ারম্যান পদের প্রার্থী মো. আবু হেনা ফারুকীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ ব্যাপারে আবু হেনা ফারুকী বলেন, একটি ক্রেডিট কার্ডে তার অজান্তে  ২০ হাজার টাকা বকেয়া থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। এ ব্যাপারে আপিল করবেন বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status