ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক সভায় পুরস্কৃত হলেন ১১ জন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 5 May, 2024, 9:34 PM

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক সভায় পুরস্কৃত হলেন ১১ জন

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক সভায় পুরস্কৃত হলেন ১১ জন

কুড়িগ্রাম জেলার সন্মানিত নাগরিকদের অধিকতর বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং নাগরিক সেবাকে আরো ত্বরান্বিত করতে জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে অদ্য ০৫ মে রবিবার কুড়িগ্রাম জেলা পুলিশের মসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনের শুরুতেই সকাল ৮:০০ ঘটিকায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেড শেষে সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম মহোদয়ের সভাপতিত্বে "মাসিক কল্যাণ সভা" এবং দুপুর ১২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে "মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা" অনুষ্ঠিত হয়।

পাশাপাশি কুড়িগ্রাম জেলা পুলিশের কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত জনাব মোঃ আমিরুজ্জামান এর পুলিশ পরিদর্শক নিরস্ত্র হতে সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় তাকে  র‍্যাংক ব্যাজ পড়িয়ে দেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম।

মাসিক কল্যান সভায়  কুড়িগ্রাম জেলা পুলিশে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১১ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মার্চ/এপ্রিল ২০২৪ মাসের সামগ্রিক মূল্যায়নে বিশেষ পুরষ্কার প্রাপ্ত হয়েছেন, শ্রেষ্ঠ সার্কেল হিসেবে কুড়িগ্রাম সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী, শ্রেষ্ঠ ইউনিট হিসেবে কুড়িগ্রাম ডিএসবি ডিআইও-১ জনাব মোঃ আব্দুর রাজ্জাক মিঞা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে চর রাজিবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আতাউর রহমান, শ্রেষ্ঠ টিআই হিসেবে সদর ট্রাফিকের জনাব মোঃ সাব্বির আশিকুল আলম চৌধুরী, পিপিএম, শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে জনাব মোঃ সুজন রেজা, শ্রেষ্ঠ এসআই হিসেবে ভূরুঙ্গামারী থানার এসআই (নিরস্ত্র) জনাব মোঃ এনামুল হক,বিশেষ পুরষ্কার প্রাপ্ত হয়েছেন কুড়িগ্রাম থানার এসআই (নিরস্ত্র) জনাব মোঃ হাসানুজ্জামান, শ্রেষ্ঠ এএসআই কচাকাটা থানার এএসআই (নিরস্ত্র) জনাব মোঃ বকুল মিয়া, শ্রেষ্ঠ তামিলকারী হিসেবে কুড়িগ্রাম থানার এএসআই (নিরস্ত্র) জনাব মোঃ শাহিনুর রহমান, শ্রেষ্ঠ কনস্টেবল হিসেবে কুড়িগ্রাম  পুলিশ লাইন্সে কর্মরত জনাব মোঃ বাবুল মিয়া, শ্রেষ্ঠ নারী কনস্টেবল হিসেবে চিলমারী থানায় কর্মরত জনাব শ্রাবন্তী রানী রায়।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম মাসিক সভায় কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ, জংগীবাদ, সাম্প্রদায়িক উষ্কানী, মাদক নির্মূল, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যলেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন মহামান্য নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের সহ সম্পূর্ন সততা, সাহস,  নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগ ভাবে দায়িত্ব পালন করতে কঠোর দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময়  উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ সাজ্জাদ হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মমিনুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক (সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) জনসম মোঃ আমিরুজ্জামান, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জনাব মোঃ আখতারুজ্জামান, সকল থানা/ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status