ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ড্যাফোডিল পলিটেকনিকে ‘প্রজেক্ট ফেস্ট’ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 May, 2024, 4:51 PM

ড্যাফোডিল পলিটেকনিকে ‘প্রজেক্ট ফেস্ট’ অনুষ্ঠিত

ড্যাফোডিল পলিটেকনিকে ‘প্রজেক্ট ফেস্ট’ অনুষ্ঠিত

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে অনুষ্ঠিত হলো “প্রজেক্ট ফেস্ট ২০২৪”। প্রতিষ্ঠানের ইলেট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স ও কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের বানানো ৪০টিরও বেশি প্রজেক্ট এই ফেস্টে প্রদর্শিত হয়। 

যার মধ্যে উল্লেখযোগ্য "এফএফআর (ফায়ার ফাইটিং রোবট) সংস্করণ ২”, আর্নস্ট মাস্ক, ডিপিআই ফায়ার ফাইটিং রোবট, জি-টেক ইত্যাদি। আজ ৪ মে ২০২৪, ধানমন্ডির সোবাহানবাগের ড্যাফোডিল প্লাজায় প্রধান অতিথি হিসেবে  “প্রজেক্ট ফেস্ট ২০২৪” এর উদ্বোধন করেন এফবিবিসিআই ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ বিকর্ণ কুমার ঘোষ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর রাজশাহী ল্যাবরেটরিজ এর পরিচালক ডঃ মোঃ সেলিম খান, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উপ-সচিব মোঃ মোক্তার আহমেদ এবং ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ মোহাম্মদ নুরুজ্জামান এবং ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কে এম হাসান রিপন।

প্রজেক্ট ফেস্ট পরিদর্শনের পর ডঃ বিকর্ণ কুমার ঘোষ বলেন, শিক্ষার্থীরা তাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি, তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে,যেসব প্রজেক্ট তৈরি করেছে সেগুলো অতন্ত চমৎকার এবং বর্তমান সময়ের বাস্তব জীবনের সমস্যার সমাধাণ এবং জীবনকে সহজ করার জন্য কার্যকরী।  অতিথিগণ আশা করেন যে ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের এসকল প্রজেক্ট এবং সৃজনশীল উদ্ভাবন অদূর ভবিষ্যতে দেশের যেকোনো বড় ধরনের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করবে। উল্লেখ্য, ড্যাফোডিল পলিটেকনিক ২০০৬ সাল থেকে দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করার লক্ষ্যে কাজ করে আসছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status