ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ মে ২০২৪ ২২ বৈশাখ ১৪৩১
সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিসিআরসি’র মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 April, 2024, 8:29 PM
সর্বশেষ আপডেট: Thursday, 25 April, 2024, 8:34 PM

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিসিআরসি’র মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিসিআরসি’র মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল এর উদ্যোগে ডেমরায় ইস্টার্ন হাউজিং প্রজেক্টে দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি সাংবাদিক আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহসীন আহমেদ স্বপনের পরিচালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান, বাংলাদেশ নিউজ এডিটর গিল্ডসের সভাপতি বাদল চৌধুরী, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি- বাচসাসের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, ডিইউজে’র সদস্য হুমায়ুন কবির, বিশ্ব মিডিয়ার সম্পাদক আব্দুল খালেক লাভলু, বিসিআরসি’র  হাফেজ এস.এম মহিউদ্দিন, প্রশান্ত কুমার দাস, মাকসুদুল আলম রবি, নিউজ২১ এর সিইও রনি মজুমদার, সিনিয়র সাংবাদিক খালেদ মাহমুদ রকি, দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা মো. কামাল হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক মো. জসীম উদ্দিন, নির্বাহী সম্পাদক মো. আশিকুর রহমান, নতুন সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবু বকর সিদ্দিক,এছাড়া কদমতলী থানা প্রেসক্লাবের প্রতিনিধি তুরাগ হোসেন ও আনিসুর রহমান  প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ডেমরায় ইস্টার্ন হাউজিং প্রজেক্টে যারা আওয়ার বাংলাদেশ পত্রিকার সাংবাদিকদের শারীরিক নির্যাতন করেছে তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এ ব্যাপারে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status