ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ মে ২০২৪ ১৮ বৈশাখ ১৪৩১
দুর্দান্ত অফার Samsung Galaxy F13 ফোনটিকে কিনুন হাফ দামে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 13 March, 2024, 3:53 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 13 March, 2024, 3:56 PM

দুর্দান্ত অফার Samsung Galaxy F13 ফোনটিকে কিনুন হাফ দামে

দুর্দান্ত অফার Samsung Galaxy F13 ফোনটিকে কিনুন হাফ দামে

Buy Samsung Galaxy F13 phone half price– আপনি যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত ডিস্কাউন্ট অফার। এই মুহূর্তে ফ্লিপকার্ট Samsung Galaxy F13 ফোনের উপরে দিচ্ছে ৫০% ছাড়। অর্থাৎ আপনি এই ফোনটিকে এখন অর্ধেক দামে কিনতে পারবেন। এই ফোনটির মধ্যে রয়েছে 6.6 ইঞ্চির ডিসপ্লে, 6000mAh-এর ব্যাটারি, 50MP যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং Exynos 850 প্রসেসর। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম কত এবং কোথায় পাওয়া যাবে।

Samsung Galaxy F13 ফোনটির উপরে ফ্লিপকার্ট দিচ্ছে ৫০% ডিস্কাউন্ট অফার। অর্থাৎ আপনি এই ফোনটিকে এই মুহূর্তে মাত্র 7,499 টাকা দিয়ে কিনতে পারবেন। ফোনটির আসল দাম 14,999 টাকা। এই দাম ফোনটির 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটিকে আপনি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। এছাড়াও ফোনটির উপরে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাশব্যাক অফার এবং EMI এর সুবিধা। এদিকে ফোনটির 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে দিতে হবে মাত্র 8,499 টাকা। এই ফোনটির উপরেও পেয়ে যাচ্ছে ৫০% ডিস্কাউন্ট অফার।

এই শীত কালে Godrej কোম্পানির AC কিনুন আসল দামের থেকে প্রায় অর্ধেক দামে
Crompton 25L Storage Water Geyser- Crompton এর গিজ়ার কিনুন প্রায় অর্ধেক দামে
Samsung Galaxy F13 ফোনে কি কি রয়েছে

Samsung Galaxy F13 ফোনে রয়েছে 6.6 ইঞ্চির Full HD+ Dewdrop ডিসপ্লে, যার স্ক্রীন রেজুলসন 1080 পিক্সেল বাই 2408 পিক্সেল। পারফরমান্সের জন্য এতে পেয়ে যাবেন Octa-Core Exynos 850 প্রসেসর। মেমোরি কার্ড এর মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

এই ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে 5 ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য আপনি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য  Samsung Galaxy F13 ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনের Android 12 অপারেটিং সিস্টেম রয়েছে।
সিকুরিটির জন্য এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া রয়েছে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট, 3.5mm অডিও জ্যাক, Bluetooth, Wi-Fi, GPRS, USB C পোর্ট।

এই ফোনটির ওজন 207 গ্রাম। এই ফোনে 4G LTE, WCDMA, GSM সাপোর্ট করবে।
এছাড়া এতে পেয়ে যাবেন Accelerometer, Geomagnetic Sensor, Virtual Light Sensing, Virtual Proximity Sensing ইত্যাদি সেন্সর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status