বীর্য খাওয়া, বিজ্ঞান কি বলে এই ব্যাপারে
নতুন সময় ডেস্ক
|
বীর্যে রয়েছে ডিমের সাদা অংশের মতো প্রোটিন। এটি প্রোটিন জাতীয় খাবার। ডিমের সাদা অংশে যত টুকু প্রোটিন থাকে বীর্যেও সেই প্রোটিন পাবেন। সু স্বাস্থের ব্যক্তির বীর্য খেলে কোন প্রকার ক্ষতি হয় না। অসুস্থ ব্যক্তির বীর্য খাওয়ার পর সেই বীর্য সরাসরি আপনার পেটে যাচ্ছে, সেখান থেকে আপনার রক্তে মিশে যাচ্ছে। তাই সেক্ষেত্রে আপনি রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যদি আপনি কারোর বীর্য খেতে চান তার শরীরে মধ্যে অপরিচ্ছন্নতা বা বিভিন্ন রোগ যেমন এইডস, সিভিলিজ, গনরিয়া বা যৌণ রোগ আছে কিনা এটা যাচাই বাছাই করে আপনি তার বীর্য পান করতে পারেন। তা না হলে আপনি যৌন রোগে বা কঠিন রোগ ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। সুস্বাস্থ্যের ব্যক্তির বীর্য খেলে কোনো প্রকার ক্ষতি নেই বরং এতে প্রোটিন পাওয়া যাবে। যার বীর্য পান করবেন ঐ ব্যক্তির যদি যৌন সংক্রমক রোগ থেকে থাকে তাহলে তার সেই রোগে আক্রান্ত হওয়ার সুযোগ রয়েছে । যেমন- এইডস। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |