|
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দামুড়হুদায় যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
|
![]() বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দামুড়হুদায় যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল দোয়া মাহফিলে যুবদলের নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার প্রতীক। তার সুস্থতা দেশের জন্যই প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সব সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে ছিল এবং থাকবে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সাইফুর রহমান সেলিম, সোহেল রানা, তারিকুল ইসলাম লিটন, মাহফুজুর রহমান জনি, কলম, রশিদ, মানিক, আশরাফুল, মোমিন, ইজাজুল, সুমন, ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ সহ উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
