|
গর্জনিয়া পুলিশের অভিযানে মিয়ানমারে পাচারকালে মোটরসাইকেল, মালামালসহ আটক-১
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি
|
![]() গর্জনিয়া পুলিশের অভিযানে মিয়ানমারে পাচারকালে মোটরসাইকেল, মালামালসহ আটক-১ মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে গর্জনিয়া ফাঁড়ী পুলিশের নবাগত ইনচার্জ শোভন কুমার সাহার দিকনির্দেশনায় এসআই মোঃ জুয়েল চৌধুরী সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে কচ্ছপিয়া ইউনিয়নস্থ স্কুলপাড়া নামক স্থান থেকে একটি মোটরসাইকেল,১৮০ পিস শীতের সোয়েটার, ৩০ পিস মহিলাদের ভেনিট ব্যাগ ও একটি মোটরসাইকেলসহ কচ্ছপিয়া ইউপির গোদাইয়াকাটা গ্রামে মোঃ দোলাল এর ছেলে জিয়াবুল হক সেলিমকে আটক করতে সক্ষম হন। মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযানে সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের নবাগত আইসি শোভন কুমার সাহা। তিনি এই প্রতিবেদকে জানান, মালামালসহ আটক ব্যক্তিকে রামু থানায় প্রেরণ করেন এবং তিনি বলেন সবে মাত্র এ ফাঁড়ীতে যোগদান করেছেন। সন্ত্রাস,মাদক বিরোধী ও মিয়ানমারে মালামাল পাচার বন্ধে অভিযান অব্যহত থাকার কথা জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
