|
ভূরুঙ্গামারীতে জলাতঙ্ক প্রতিরোধে এন্টি রাবিস ভ্যাকসিন প্রদান
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে জলাতঙ্ক প্রতিরোধে এন্টি রাবিস ভ্যাকসিন প্রদান মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে এ ভ্যাকসিন হস্তান্তর করেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশল দপ্তরের হিসাব সহকারী সাজ্জাদুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, এখন থেকে পূর্বের রুটিন অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক কুকুর/বিড়ালের কামড়ে আক্রান্ত মানুষকে বিনামুল্যে ভ্যাক্সিন গ্রহণের জন্য প্রতি সোম ও বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রদান করা হবে । এছাড়াও তিনি উপজেলায় পর্যাপ্ত এন্টি র্যাবিস ভ্যাক্সিনের ব্যবস্থা করতে নেপথ্যে সহযোগিতার জন্য সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র'র প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
