|
কারিগরি প্রশিক্ষণে দক্ষ তরুণ-তরুণী গড়ে তুলতে খুলনায় জেসিএফ–এর সচেতনতামূলক আলোচনা সভা
এম রোমানিয়া, খুলনা
|
![]() কারিগরি প্রশিক্ষণে দক্ষ তরুণ-তরুণী গড়ে তুলতে খুলনায় জেসিএফ–এর সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আলমগীর হোসেন। বক্তব্য দেন জোনাল ম্যানেজার নিজাম উদ্দিন। নুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোঃ হোসাইন সওকাত অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), খুলনা। সভাপতিত্ব করেন মোঃ আজিজুল হক, পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন, যশোর। সঞ্চালনায় ছিলেন শেখ মোজাম্মেল হক। বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে জেসিএফ যে RAISE (Recovery and Advancement of Informal Sector Employment) প্রকল্প বাস্তবায়ন করছে, তা তরুণদের দক্ষতা বৃদ্ধি, মজুরি–ভিত্তিক কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুরু–শিষ্য/ওস্তাদ–শাগরেদ ভিত্তিক শিক্ষানবিশ মডেলের মাধ্যমে বাস্তব কাজ শেখানোর ব্যবস্থা থাকায় প্রশিক্ষণার্থীরা দ্রুত কর্মমুখী হওয়ার সুযোগ পাচ্ছেন। সভায় জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া তরুণ, বেকার নারী–পুরুষ ও প্রতিবন্ধী সদস্যরা এ প্রকল্পের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। প্রশিক্ষণার্থী হওয়ার শর্তাবলি: বয়স ১৫ থেকে ৩৫ বছর ন্যূনতম ৫ম শ্রেণি পাস; তবে এইচএসসি বা তার বেশি নয় এক পরিবার থেকে মাত্র একজন প্রশিক্ষণ নিতে পারবেন অনুষ্ঠানে খুলনার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ যুবসমাজ তৈরি হলে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
