ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ ডিসেম্বর ২০২৫ ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের গ্লোবাল বোর্ডে নির্বাচিত হলেন সাজিদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 November, 2025, 3:51 PM

ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের গ্লোবাল বোর্ডে নির্বাচিত হলেন সাজিদ

ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের গ্লোবাল বোর্ডে নির্বাচিত হলেন সাজিদ

বিশ্বের ৭৭টি দেশের মার্কেটার, অ্যাডভার্টাইজিং এজেন্সি ও মিডিয়া সংস্থার প্রতিনিধিত্বকারী শীর্ষ বৈশ্বিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের (আইএএ) গ্লোবাল বোর্ড মেম্বার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাজিদ মাহবুব, এমসিআইএম। মর্যাদাপূর্ণ এ নিয়োগের পাশাপাশি তিনি এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করবেন।

প্রায় দুই দশকের ক্যারিয়ারজুড়ে মার্কেটিং, কমিউনিকেশন ও ব্র্যান্ড লিডারশিপে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন সাজিদ। বর্তমানে তিনি এশিয়া মার্কেটিং ফেডারেশনের চিফ মার্কেটিং অ্যান্ড ডিজিটাল অফিসার এবং ওয়ার্ল্ড মার্কেটিং কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। স্ট্র্যাটেজিক ব্র্যান্ড লিডারশিপ ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে তার অবদান তাকে এ অঞ্চলের উদীয়মান মার্কেটিং লিডারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আইএএ বৈশ্বিকভাবে নৈতিক বিজ্ঞাপন চর্চা, সৃজনশীলতার বিকাশ এবং বাজার প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্লোবাল বোর্ডে সাজিদের অন্তর্ভুক্তি বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে এ অঞ্চলের প্রভাবকে আরও জোরদার করবে।

নিয়োগ প্রসঙ্গে সাজিদ মাহবুব বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং এশিয়ার পক্ষ থেকে গ্লোবাল কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি ও রেসপনসিবল মার্কেটিংয়ে অবদান রাখার সুযোগ। যারা আমার ওপর আস্থা রেখেছেন, বিশেষ করে ডাগমারা স্‌জুলস, ফ্রেড এবং আমার মেন্টর শরিফুল ইসলামের প্রতি আমি কৃতজ্ঞ।”

বিশেষজ্ঞরা মনে করছেন, তার এ নিয়োগ আঞ্চলিক প্রবৃদ্ধি, সহযোগিতা ও উদ্ভাবনের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বিশ্বব্যাপী বিজ্ঞাপনের অঙ্গনে এশিয়ার অবস্থান আরও সুদৃঢ় করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status