আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে জনসংযোগ করেছে জামায়াতে নেতা-কর্মীরা।
শুক্রবার (২১ নভেন্বর) সকালে ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডে এ জনসংযোগ অনুষ্ঠিত হয়।
লালানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি হপেজ এইচ এম নুরউল্লাহর নেতৃত্বে ইউনিয়নের বেরিবাধঁ, ইসলামিয়া পাড়া, বন্দরাজপাড়া, মোল্লা পাড়া কাজীপাড়া ও মুন্সি বাড়ী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন নেতা-কর্মীরা।
জনসংযোগকলে বক্তারা বলেন, দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়-ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। শান্তিপূর্ণভাবে নির্বাচনমুখী প্রচারণা চালিয়ে দাঁড়িপাল্লার অবস্থান আরও শক্তিশালী করতে হবে।
বক্তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেলে বাংলাদেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। ফ্যাসিবাদ মুক্ত হয়ে ইসলামের বিজয়ের সূচনা হয়েছে উল্লেখ করে জামায়াতের নেতারা বলেন, এদেশের ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয়ে ইসলামের বিজয়ের সূচনা শুরু হয়েছে। পূর্ণ বিজয়ের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিমকে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান।
জনসংযোগের সফর সঙ্গী হিসেবে জামায়াত নেতা বদিউল আলম, হেলাল বক্স চৌধুরী, এ্যাড. আজিম উদ্দিন লাভলু, রাশেদুল ইসলাম তালুকদার, এয়াড. আবুল ফজল তাং, এ্যাড. মিনহাজ উদ্দিন, মাওলানা আবদুস সালাম, মহিউদ্দিন বাবু, ইসমাঈল কোম্পানি, মাস্টার আজিজ, জসিম উদ্দিন তালুকদার, খোরশেদ আলম, আবদুল কাদের, শাহজাদা গিয়াসউদ্দিন শাহজানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।