ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৯ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
নির্বাচন পরবর্তী বিক্ষোভে উত্তাল তানজানিয়া, নিহতের আশঙ্কা ৭০০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 November, 2025, 4:34 PM

নির্বাচন পরবর্তী বিক্ষোভে উত্তাল তানজানিয়া, নিহতের আশঙ্কা ৭০০

নির্বাচন পরবর্তী বিক্ষোভে উত্তাল তানজানিয়া, নিহতের আশঙ্কা ৭০০

তানজানিয়ায় সাধারণ নির্বাচনের পর বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে শত শত মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দল।

বুধবারের নির্বাচনের পর টানা তিন দিনের বিক্ষোভে অন্তত ৫০০ থেকে ৭০০ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তবে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি তারা।

বিরোধী দল চাদেমার মুখপাত্র এক ফরাসি সংবাদ সংস্থাকে বলেন, “প্রায় ৭০০ জনকে হত্যা করা হয়েছে।” অন্যদিকে বিবিসিকে এক কূটনৈতিক সূত্র জানায়, অন্তত ৫০০ জনের মৃত্যুর বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে।

সরকার পরিস্থিতিকে খাটো করে দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে বিক্ষোভ দমন করা লক্ষ্যে প্রশাসন কারফিউয়ের সময়সীমা আরও বাড়িয়েছে।

মূলত তরুণেরা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে রাজধানী দার এস সালামসহ বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নিচ্ছেন। তাদের অভিযোগ, সরকার বিরোধী নেতাদের দমন করে গণতন্ত্রকে ‘দুর্বল’ করেছে।

প্রধান বিরোধী নেতা টুন্ডু লিসু এখন কারাগারে। আরেকজনকে প্রযুক্তিগত কারণ দেখিয়ে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি, যা প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ও তার দল চামা চা মাপিনদুজি (সিসিএম)-এর জয়ের সম্ভাবনা আরও বাড়িয়েছে।

শুক্রবারও দার এস সালামে সেনাপ্রধানের হুঁশিয়ারি উপেক্ষা করে বিক্ষোভ হয়েছে। তানজানিয়ায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কম্বো থাবিত দাবি করেছেন, “কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো সহিংসতা ঘটেনি।”

বিবিসিকে তিনি বলেন, “নিরাপত্তা বাহিনী দ্রুত ও কার্যকরভাবে ব্যবস্থা নিয়েছে।” তিনি আরও বলেন, “দেশজুড়ে ভাঙচুরের খবর পাচ্ছি। ইন্টারনেট বন্ধের উদ্দেশ্য ছিল এই ধ্বংসযজ্ঞ ঠেকানো এবং প্রাণ বাঁচানো।”

বিবিসি জানিয়েছে, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের জন্য মৃত্যুর সঠিক সংখ্যা জানাটা কঠিন হয়ে পড়েছে। হাসপাতালগুলোও তথ্য দিতে অস্বীকৃতি জানাচ্ছে।

দার এস সালামের একটি হাসপাতালের সূত্র বিবিসিকে জানায়, বৃহস্পতিবার থেকেই তারা নিহত ও আহতদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে, শহরের প্রায় সব সরকারি হাসপাতালের মর্গ ভর্তি হয়ে আছে।

চাদেমার এক নেতা দাবি করেন, “মানুষের চোখের আড়ালে রাতের অন্ধকারে গণহত্যা চালানো হচ্ছে।”

চাদেমার পররাষ্ট্রবিষয়ক পরিচালক জন কিটোকা বলেন, “নিরাপত্তা বাহিনী আমাদের নেতাদের খুঁজে বের করছে; কেউ কেউ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। তারা বিনা বিচারে মানুষ হত্যা করছে।”

বিবিসি জানিয়েছে, জাতিসংঘ তানজানিয়ার নিরাপত্তা বাহিনীকে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য, কানাডা ও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে মৌলিক স্বাধীনতা রক্ষা ও সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

এদিকে আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল জাঞ্জিবারে প্রায় ৮০ শতাংশ ভোট পেয়ে সিসিএম প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট হোসেইন মুইনি জয়ী হয়েছেন। বিরোধীরা বলছে, সেখানে ‘বিরাট ভোট জালিয়াতি’ হয়েছে।

ইন্টারনেট বন্ধ ও বিক্ষোভের কারণে দেশটিতে ফ্লাইট বিলম্বিত হচ্ছে, ফলে পর্যটকেরা বিমানবন্দরে আটকা পড়েছেন বলেও জানিয়েছে বিবিসি। শনিবার আনুষ্ঠানিক ফল প্রকাশের কথা রয়েছে, তবে প্রেসিডেন্ট সামিয়া ও তার দল সিসিএম-এর জয় প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।

২০২১ সালে সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলির মৃত্যুর পর সামিয়া দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হন। শুরুতে তিনি রাজনৈতিক শিথিলতার জন্য প্রশংসা পেলেও পরে তার সরকারের বিরুদ্ধে বিরোধীদের গ্রেপ্তার, অপহরণ ও দমননীতির অভিযোগ উঠেছে।

এবারের নির্বাচনে দুই প্রধান বিরোধী প্রার্থী, টুন্ডু লিসু (রাষ্ট্রদ্রোহ মামলায় আটক, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন) এবং লুহাগা ম্পিনা (প্রযুক্তিগত কারণে বাতিল) প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। এছাড়া অন্য ১৬টি ছোট দল নির্বাচনে অংশ নিয়েছে, তবে তাদের জনসমর্থন তেমন নেই বলে জানিয়েছে বিবিসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status