|
বাগমারায় মনোনয়ন নিয়ে বিভ্রান্তি: বিএনপি নেতার সতর্কবার্তা
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় মনোনয়ন নিয়ে বিভ্রান্তি: বিএনপি নেতার সতর্কবার্তা বিএনপি নেতা রেজাউল করিম টুটুল ফেসবুকে এক বার্তায় বলেন, কেন্দ্রীয় কার্যালয় থেকে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে বিএনপি এখনও কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি। তাই কেউ যেন ভুয়া মনোনয়ন বা গুজবে বিভ্রান্ত হবেন না। রেজাউল করিম টুটুল লিখেছেন, কিছু ব্যক্তি ফেসবুকে ভুয়া নমিনেশনের গল্প ছড়িয়ে নিজেদের প্রিয় নেতাদের নাম ব্যবহার করছেন। অনেকে এসব গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছেন, এমনকি মিষ্টি খাওয়ার আয়োজনও করেছেন। তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন, মিষ্টি খেতে সমস্যা নেই, কিন্তু দয়া করে ভুয়া মনোনয়নের গল্প ছড়াবেন না। এতে শুধু দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে। তিনি আরও লিখেছেন, আমরা চাই দল যাকে মনোনয়ন দেবে, তার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। অচিরেই বাগমারাবাসী নতুন আলো দেখবে ইনশাআল্লাহ। তখন সবাই একসাথে মিষ্টি খাবো। তিনি বাগমারা উপজেলার জাতীয়তাবাদী দল ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা সবাই যে যার অবস্থান থেকে জনগণের কাছে যাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচি তুলে ধরি এবং ধানের শীষে ভোট প্রার্থনা করি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
