ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
বাগমারায় মনোনয়ন নিয়ে বিভ্রান্তি: বিএনপি নেতার সতর্কবার্তা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 9 October, 2025, 8:14 PM
সর্বশেষ আপডেট: Friday, 10 October, 2025, 2:22 AM

বাগমারায় মনোনয়ন নিয়ে বিভ্রান্তি: বিএনপি নেতার সতর্কবার্তা

বাগমারায় মনোনয়ন নিয়ে বিভ্রান্তি: বিএনপি নেতার সতর্কবার্তা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহীর বাগমারা উপজেলায় বিএনপি মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম টুটুল। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে তিনি ফেসবুকের ওয়ালে লিখেছেন, দল এখন পর্যন্ত কাউকেই মনোনয়ন বা সবুজ সংকেত দেয়নি।

বিএনপি নেতা রেজাউল করিম টুটুল ফেসবুকে এক বার্তায় বলেন, কেন্দ্রীয় কার্যালয় থেকে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে বিএনপি এখনও কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি। তাই কেউ যেন ভুয়া মনোনয়ন বা গুজবে বিভ্রান্ত হবেন না।

রেজাউল করিম টুটুল লিখেছেন, কিছু ব্যক্তি ফেসবুকে ভুয়া নমিনেশনের গল্প ছড়িয়ে নিজেদের প্রিয় নেতাদের নাম ব্যবহার করছেন। অনেকে এসব গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছেন, এমনকি মিষ্টি খাওয়ার আয়োজনও করেছেন। তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন, মিষ্টি খেতে সমস্যা নেই, কিন্তু দয়া করে ভুয়া মনোনয়নের গল্প ছড়াবেন না। এতে শুধু দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে।

তিনি আরও লিখেছেন, আমরা চাই দল যাকে মনোনয়ন দেবে, তার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। অচিরেই বাগমারাবাসী নতুন আলো দেখবে ইনশাআল্লাহ। তখন সবাই একসাথে মিষ্টি খাবো। 

তিনি বাগমারা উপজেলার জাতীয়তাবাদী দল ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা সবাই যে যার অবস্থান থেকে জনগণের কাছে যাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচি তুলে ধরি এবং ধানের শীষে ভোট প্রার্থনা করি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status