|
আলফাডাঙ্গায় লিজকৃত পুকুর থেকে মাছ চুরির অভিযোগ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় লিজকৃত পুকুর থেকে মাছ চুরির অভিযোগ অভিযোগে বলা হয়, বাবলু কাজীর ছেলে রবিন কাজী এ বছরের ১৪ মার্চ বিলপুটিয়া গ্রামের এসতেন মোল্যার বাড়ির পাশে ৩১টি পুকুর দুই বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। সম্প্রতি একই গ্রামের কামাল হোসেনসহ ১০–১৫ জন ব্যক্তি পরিকল্পিতভাবে ওই পুকুরে জাল ফেলে প্রায় চার লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে বাবলু কাজীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আলফাডাঙ্গা থানার ওসি মোঃ শাহজালাল আলম জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং উভয়পক্ষকে শুক্রবার থানায় ডাকা হয়েছে। অভিযুক্ত কামাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, এ অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
