|
গেট ভেঙে ফেলল দর্শক, ভয়ে পালালেন টিকিট চেকাররা
নতুন সময় প্রতিবেদক
|
![]() গেট ভেঙে ফেলল দর্শক, ভয়ে পালালেন টিকিট চেকাররা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ রাত ৮টায়। স্টেডিয়ামের গেট খোলা থাকার কথা ছিল ৭টা পর্যন্ত। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচে অল্প সময়েই পূর্ণ হয়ে উঠেছিল গ্যালারি। আজ হংকংয়ের বিপক্ষে সেটি বেড়েছে। বিড়ম্বনার সৃষ্টিও হয়েছে। হংকংয়ের বিপক্ষে জিতলে ৪৬ বছর পর এশিয়া কাপে খেলার স্বপ্ন টিকে থাকবে দলের। তাই ম্যাচ নিয়ে আগ্রহ জন্মেছে বেশ। দর্শকদের উন্মাদনা বিতর্কিত কাণ্ডেরও জন্ম দিয়েছে। এই মুহূর্তে চার নম্বর গেট উন্মুক্ত আছে বলে খবর। আইন শৃঙ্খলা রক্ষার লোকজন সেখানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
