|
রামগঞ্জে আকাশছোঁয়া দাম ধনে পাতার কেজি ৪০০শ কাঁচা মরিছ ২৪০ টাকা
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() রামগঞ্জে আকাশছোঁয়া দাম ধনে পাতার কেজি ৪০০শ কাঁচা মরিছ ২৪০ টাকা দেশী ধনে পাতা প্রতি কেজি ৪শ টাকা, করোলা কেজি প্রতি ১শ টাকা ও কাঁচা মরিচের দাম ২৪০ থেকে ৩২০ টাকা। আজ বৃহস্পতিবার রামগঞ্জ শহরে সাপ্তাহিক হাঁট-বার। সপ্তাহের এ দিনটিতে ক্রেতা সমাগম হয় সবচেয়ে বেশি। সাপ্তাহিক হাঁটবার বৃহস্পতিবার সকালে রামগঞ্জ পৌর মাছ ও সবজির বাজার ঘুরে দেখা যায় টমেটো ১শ, গাজর ১২০, লেবু প্রতি পিস ১০টাকা, কাঁচা মরিচ ২৪০, কচুর ছড়া ৬০, মিষ্টি কুমড়া ৫০ টাকা, পেপে ৩০ টাকা, কাকরল ১শ, মুলা ৭০ টাকা, ঝিঙ্গা ৮০টাকা, চিচিঙ্গা ৭০, পটল ৬০, করলা ১শ, লম্বা বেগুন ১শ, গোল বেগুন ১২০টাকা, বড় শশা ৮০, ছোট শশা ৬০টাকা, দেশী সীম ২শ টাকা, তরি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৮০ টাকা, দেশী ধনে পাতা ৪শ টাকা, লাল শাক ১শ টাকা, কচুর লতি ৮০ টাকা, কাঁচকলা হালি ৬০ টাকা, ঢেড়শ ৮০ টাকা, পুই শাক ৪০ টাকা, মেটে আলু ১শ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। ব্যবসায়ী মাঈন উদ্দিন সবুজ জানান, এবার মনে হয় আর বৃষ্টি থামবে না। বৃষ্টির কারনে সবজির দাম আগের তুলনায় অনেক বেশি। পাইকারি বাজারের সবজির দাম বেড়েছে কেজিতে ১০/১৫ টাকা। বেশি দাম ক্রয় করতে হয় আমাদের। তাছাড়া ভ্যানে করে সবজির দোকানীর সংখ্যাও বেশি। খুচরা মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, ছোট বড় মিলে মাছ নিলামে কিনতে হয় ৩২০ থেকে ৩৫০ টাকা। মাছের প্রকারভেদ অনুযায়ী দাম নিতে হচ্ছে। পাইকারী মাছ ব্যবসায়ী আবুল কাশেম জানান, জিনিসপত্রের দাম বেশি হওয়ায় আমদানী কম। বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হয়। অনেক সময় পাইকারী বাজার থেকে মাছ আমদানী করেও ক্ষতির সম্মুক্ষিণ হতে হয়। এছাড়া আগের চেয়ে ক্রেতাও অনেক কম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
