|
ময়মনসিংহে মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখলেন ছেলে
মো: আতিকুল ইসলাম শাওন, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহে মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখলেন ছেলে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বৈলর ইউনিয়নের বাশকুড়ি কারবালা স্কুলসংলগ্ন এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন— ওই এলাকার মোহাম্মদ আলী (৭০) ও তার স্ত্রী রানোয়ারা বেগম (৬০)। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুরে মা রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যা করে ঘরে মরদেহ লুকিয়ে রাখেন রাজু। পরে সন্ধ্যায় বাবা মোহাম্মদ আলী বাড়ি ফেরার পর তাকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর ঘরের মেঝে খুঁড়ে দুজনের মরদেহ পুঁতে রাখেন তিনি। হত্যার পর ঘটনাটি আড়াল করতে রাজু তার বোনদের জানান, মা-বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরদিন সকালে বোন জরিনা খাতুন বাবার বাড়িতে এসে ঘরের মেঝেতে খোঁড়া জায়গা ও রক্তের দাগ দেখে সন্দেহ করেন। প্রতিবেশীদের জানানোর পর তারা বিষয়টি বুঝে রাজুকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং রাজুকে গ্রেপ্তার করে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহম্মেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, কয়েক বছর আগে বিয়ে করেছেন, তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। আগে একটি কোম্পানিতে চাকরি করলেও বর্তমানে বেকার ছিলেন। ব্যবসার জন্য বাবা-মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে ক্ষোভে এ হত্যাকাণ্ড ঘটান তিনি। ওসি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
