|
আন্দোলন প্রত্যাহারের ঘোষণা না দিলে ৬ সমন্বয়ককে হত্যার নির্দেশ ছিল, ট্রাইব্যুনালে আসিফ মাহমুদ
নতুন সময় প্রতিবেদক
|
![]() আন্দোলন প্রত্যাহারের ঘোষণা না দিলে ৬ সমন্বয়ককে হত্যার নির্দেশ ছিল, ট্রাইব্যুনালে আসিফ মাহমুদ মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া। আন্দোলন প্রত্যাহারের ঘোষণা না দিলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে নেওয়ার আগে ও পরে ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে হত্যা করার নির্দেশ ছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সাক্ষীর জবানবন্দীতে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আংশিক জবানবন্দি দেন তিনি। ট্রাইব্যুনাল বাকি সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৬ অক্টোবর দিন ধার্য করেছেন। ছাত্রজনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার কিছু আগে রাজধানীর চানখারপুলে ৬ হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীর জবাবন্দি দেন তিনি। গত বছর আন্দোলন চলাকালে তিনি অন্যতম ছাত্র সমন্বয়কের ভূমিকা পালন করেন। চানখারপুলে ৬ হত্যাকাণ্ডের ঘটনার সময় ওই এলাকায় ছাত্র আন্দোলনে নেতৃত্বে ছিলেন আসিফ মাহমুদ। এই মামলায় তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ মোট আট পুলিশ সদস্য আসামি। প্রসঙ্গত, জুলাই আন্দোলন চলাকালে আসিফ মাহমুদসহ ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়। সেখান আন্দোলন প্রত্যাহারে জোর করে তাদের কাছ থেকে একটি ভিডিও বার্তা নিয়ে প্রকাশ করে ডিবি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
