নাটোরে ছাগীর মাংস খাসি বলে বিক্রির চেষ্টা, জরিমানা ১৫ হাজার টাকা
মোঃ রাসেল, নাটোর
|
![]() নাটোরে ছাগীর মাংস খাসি বলে বিক্রির চেষ্টা, জরিমানা ১৫ হাজার টাকা শুক্রবার (৫ জুলাই ২০২৫) সকালে নাটোর সদর উপজেলার নিচাবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে “বিসমিল্লাহ খাসি গোস্তের ঘর” নামক দোকানের প্রোপাইটর শেখ মুক্তার হোসেন ইসলাম (৫৬), সঠিক তথ্য গোপন করে ছাগীকে খাসি বলে বিক্রির চেষ্টা করেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে হাতেনাতে আটক করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় তাকে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। আজকের এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নাটোর জেলা শাখার সহ-সভাপতি জনাব আব্দুর রাজ্জাক, সনাক (টিআইবি) নাটোর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল। জনসাধারণকে ভেজাল ও প্রতারণামূলক কার্যক্রম থেকে সুরক্ষা দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |