ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
চাঁদপুরে প্রাইম ব্যাংকের একাউন্ট থেকে ২ গ্রাহকের টাকা উধাও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 July, 2025, 6:45 PM

চাঁদপুরে প্রাইম ব্যাংকের একাউন্ট থেকে ২ গ্রাহকের টাকা উধাও

চাঁদপুরে প্রাইম ব্যাংকের একাউন্ট থেকে ২ গ্রাহকের টাকা উধাও

চাঁদপুরের হাজীগঞ্জে প্রাইম ব্যাংকের একাউন্ট থেকে দুই জন গ্রাহকের টাকা উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৩০ জুন) ব্যাংকের গ্রাহক মাসুদা ও সুমি আক্তার সংবাদকর্মীদের কাছে মৌখিকভাবে এ অভিযোগ জানান। তবে ব্যাংক কর্তৃপক্ষ একজনের গ্রাহকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান।

ভুক্তভোগী সুমি আক্তার জানান, বুধবার (২৫ জুন) চেক রিসিভ করার জন্য তার মোবাইলে একটি ম্যাসেজ আসে। এরপর তিনি বৃহস্পতিবার ৫ হাজার টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর একাউন্টে ছিলো ১ লাখ ২৭ হাজার টাকা। গতকাল রবিবার তিনি ফেসবুকে দেখতে পান, প্রাইম ব্যাংক হাজীগঞ্জ শাখার একজন গ্রাহকের একাউন্ট থেকে টাকা উধাও হয়ে গেছে।

তিনি জানান, ফেসবুকে বিষয়টি জানতে পেরে এবং চেক রিসিভ করার জন্য সোমবার ব্যাংকে এসে তিনি জানতে পারেন, একাউন্টে টাকা নেই। তারপর ব্যাংক স্ট্যাটম্যান্টে তুলে দেখেন ২৫ হাজার করে ৫ বার এবং ২ হাজার টাকা একবারসহ মোট ১ লাখ ২৭ হাজার টাকা বিকাশে ট্রান্সফার হয়েছে। তিনি বলেন, এই টাকা আমি ট্রান্সফার করিনি এবং আমার মোবাইলেও কোন ধরনের ওটিপি (নম্বর) আসেনি।

মাসুদা নামের অপর এক ভুক্তভোগী জানান, তার একাউন্ট থেকেও ১ লাখ ৩১ হাজার টাকা উধাও হয়ে গেছে। তিনি কারো কাছে টাকা ট্রান্সফার করেন নি এবং তার মোবাইলেও কোন ধরনের ওটিপি (নম্বর) আসেনি।

এদিকে অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে সরেজমিন ব্যাংক পরিদর্শনকালীন সময়ে সাখাওয়াত হোসেন নামের একজন গ্রাহক সংবাদকর্মীদের জানান, তার একাউন্টে ৫ লাখ টাকা আছে। এই টাকা উত্তোলন কিংবা ট্রান্সফারের জন্য গত ২৭-২৯ জুন পর্যন্ত তার মোবাইলে অন্তত ১৫টি ওটিপি এসেছে। তিনি ওটিপি নম্বর কারো সাথে শেয়ার না করে সোমবার প্রাইম ব্যাংক থেকে অন্য একটি ব্যাংকের একাউন্টে তার ৫ লাখ ট্রান্সফার করেছেন।

এ বিষয়ে প্রাইম ব্যাংকের হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আবু সাঈদ কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি তারা দেখছেন।

এদিকে প্রাইম ব্যাংকের হেড অফিসে যোগাযোগ করা হলে, ব্যাংক কর্তৃপক্ষ লিখিত একটি বক্তব্য হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতির হোয়াটসঅ্যাপে দিয়েছেন। ওই বক্তব্যে উল্লেখ করা হয়েছে, প্রাইম ব্যাংক সবসময় গ্রাহকবান্ধব নীতি অনুসরণ করে এবং দেশের প্রচলিত আইন ও নিয়ন্ত্রক সংস্থার নিয়ম মেনে চলার প্রতি শ্রদ্ধাশীল। সাম্প্রতিক সময়ে অনলাইন প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার ঘটনা ঘটছে, যা খুবই উদ্বেগজনক।

বক্তব্যে আরো উল্লেখ করা হয়, প্রাইম ব্যাংকের হাজীগঞ্জ শাখার একজন গ্রাহকের অভিযোগ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি। আমাদের সকল সম্মানিত গ্রাহকের প্রতি অনুরোধ-কোনো অবস্থাতেই কাউকে আপনার ওটিপি, পাসওয়ার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের গোপন তথ্য শেয়ার করবেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status